সংবাদসংস্থা, মুম্বই: বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, সম্প্রতি ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে মুখ খোলেন৷ পরিচালক নিজেকে "নাস্তিক" বলে দাবি করেছেন। এবং রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে তিনি "বিজ্ঞাপন" বলে দাবি করেছেন।
২২ জানুয়ারি, ২০২৪ অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটি, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা।সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়, অনুরাগ বলেছিলেন যে মন্দির উদ্বোধনটি একটি "বিজ্ঞাপন" ছিল।
চলচ্চিত্র নির্মাতা, তাঁর সোজাসাপটা কথা এবং সরল দৃষ্টিভঙ্গির জন্য জনপ্রিয়। তিনি আরও বলেন, "ক্ষমতায় থাকা ব্যক্তিরা জনগণের হতাশাকে কাজে লাগাচ্ছে।" প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, "২২শে জানুয়ারী যা ঘটেছিল তা একটি বিজ্ঞাপন ছিল। আমি এটিকে এভাবেই দেখি। সংবাদের মধ্যে যে ধরনের বিজ্ঞাপন চলে, এটি ছিল ২৪ ঘন্টার বিজ্ঞাপন। " সেই সঙ্গে নিজের নাস্তিক হওয়া প্রসঙ্গে "গ্যাংস অফ ওয়াসেপুর" পরিচালক বলেন, "আমার জন্ম বারাণসীতে। আমি ধর্মের শহরে জন্মেছি। আমি ধর্মের ব্যবসাকে খুব কাছ থেকে দেখেছি। ""
অনুরাগ মনে করেন, এই মুহূর্তে মানুষের লড়াই স্বাধীনতার জন্য নয়, বরং ফ্যাসিবাদ গণতন্ত্রের বিরুদ্ধে। তবে এই নিয়ে কারও সঙ্গে তর্ক করতে রাজি নন তিনি। বরং চুপ থেকে নিজের কাজ করে যেতে চান।
২২ জানুয়ারি, ২০২৪ অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটি, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা।সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়, অনুরাগ বলেছিলেন যে মন্দির উদ্বোধনটি একটি "বিজ্ঞাপন" ছিল।
চলচ্চিত্র নির্মাতা, তাঁর সোজাসাপটা কথা এবং সরল দৃষ্টিভঙ্গির জন্য জনপ্রিয়। তিনি আরও বলেন, "ক্ষমতায় থাকা ব্যক্তিরা জনগণের হতাশাকে কাজে লাগাচ্ছে।" প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, "২২শে জানুয়ারী যা ঘটেছিল তা একটি বিজ্ঞাপন ছিল। আমি এটিকে এভাবেই দেখি। সংবাদের মধ্যে যে ধরনের বিজ্ঞাপন চলে, এটি ছিল ২৪ ঘন্টার বিজ্ঞাপন। " সেই সঙ্গে নিজের নাস্তিক হওয়া প্রসঙ্গে "গ্যাংস অফ ওয়াসেপুর" পরিচালক বলেন, "আমার জন্ম বারাণসীতে। আমি ধর্মের শহরে জন্মেছি। আমি ধর্মের ব্যবসাকে খুব কাছ থেকে দেখেছি। ""
অনুরাগ মনে করেন, এই মুহূর্তে মানুষের লড়াই স্বাধীনতার জন্য নয়, বরং ফ্যাসিবাদ গণতন্ত্রের বিরুদ্ধে। তবে এই নিয়ে কারও সঙ্গে তর্ক করতে রাজি নন তিনি। বরং চুপ থেকে নিজের কাজ করে যেতে চান।
