সোনার বাজার প্রতিদিন ধরেই চড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে। এমনকি ভারতের শেয়ার বাজারেও এর বিরাট প্রভাব পড়েছে।
2
9
সম্প্রতি একটি হিসেব থেকে দেখা গিয়েছে শেয়ার বাজারের নিফটি ফিফটি-র ওপর সবথেকে বেশি প্রভাব ফেলেছে সোনার দাম। যতবার বেড়েছে সোনার দাম, ততবারই সমস্যায় পড়েছে নিফটি ফিফটি।
3
9
নিফটি গোল্ডের রেশিও প্রতিদিন নিচের দিকে নামছে। এরফলে এখানে বিনিয়োগের আগ্রহ কমছে। যেখানে সোনার দাম বাড়ছে সেখানেই মুখ থুবড়ে পড়ছে নিফটি।
4
9
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে চলছে তাতে আগামীদিনে নিফটি গোল্ড আরও নিচের দিকে যাবে। ফলে এখানে সমস্যা আরও বাড়বে।
5
9
যারা ইক্যুইটিতে বিনিয়োগ করেন তারা আর এদিকে ফিরে দেখছেন না। ফলে সেখানে বাজারে যে সমস্যা তৈরি হবে তাকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।
6
9
তবে এখানে একটি বিষয় ঘটতে পারে। সেখান থেকে দেখা যাবে বাজার যদি ইউ টার্ন নেয় তবেই বাজার চড়বে। সেখানে নিফটি গোল্ডে ফের বিনিয়োগ বাড়বে।
7
9
১৯৯১ সাল থেকেই নিফটি গোল্ড লাভের মুখ দেখেছে। সেখান থেকে আজ পর্যন্ত এটি মাত্র ৯ বার বুলিস রান দেখেছে। বাজার নিচের দিকে থাকলেও নিফটি গোল্ড নিজের লাভ দেখেছে।
8
9
বাজারে নিফটি গোল্ড নিয়ে সকলের আগ্রহ কমছে। এটিকে বর্তমানে নেগেটিভ মার্কিং হিসেবে দেখছেন সকলে। এখান থেকে বাজার যদি দ্রুত ওঠে সেখানে ধাক্কা খাবেন বিনিয়োগকারীরা।
9
9
চলতি বছরেও ভারতের শেয়ার বাজারে মার্কিন প্রভাব পড়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা ভারতের সোনা এবং শেয়ার বাজার দুদিকেই প্রভাব ফেলেছে।