মকর সংক্রান্তিতে বিরল ‘লাভ দৃষ্টি যোগ’! শনি–শুক্রের বিশেষ নজরে ৪ রাশির জীবনে নামবে অর্থবৃষ্টি
নিজস্ব সংবাদদাতা
১২ জানুয়ারি ২০২৬ ১৬ : ২৫
শেয়ার করুন
1
6
চলতি বছরের মকর সংক্রান্তি কিছু নির্দিষ্ট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। ১৫ জানুয়ারি শনি ও শুক্র একে অপরের সঙ্গে ৬০ ডিগ্রি কোণে অবস্থান করে গঠন করতে চলেছে ‘লাভ দৃষ্টি যোগ’। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই যোগের শুভ প্রভাব কিছু রাশির ক্ষেত্রে মকর সংক্রান্তির কয়েক ঘণ্টা আগেই অনুভূত হতে পারে।
2
6
মকর সংক্রান্তির ঠিক এক দিন আগে, অর্থাৎ ১৩ জানুয়ারি শুক্র গ্রহ গোচর করে শনি দেবের রাশি মকরে প্রবেশ করবে। এর ফলে শনি-শুক্রের লাভ দৃষ্টি যোগের প্রভাব আরও জোরদার হবে। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকরা এই শুভ যোগের বিশেষ সুফল পেতে চলেছেন।
3
6
বৃষ রাশির অধিপতি শুক্র। শনি-শুক্রের এই শুভ যোগ বৃষ রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতি নিয়ে আসতে পারে। চাকরিতে পদোন্নতি, আয় বৃদ্ধি, ভোগবিলাস ও সম্মান বাড়ার যোগ রয়েছে। কাজের স্বীকৃতি মিলবে এবং জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
4
6
তুলা রাশির অধিপতিও শুক্র। শনি-শুক্রের এই লাভ দৃষ্টি যোগ অবিবাহিত তুলা রাশির জাতকদের বিয়ের যোগ পাকা করতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে, পরিশ্রমের যথাযথ ফল মিলবে। আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে।
5
6
মকর রাশির অধিপতি শনিদেব নিজেই। ফলে এই যোগ মকর রাশির জাতকদের জন্য বিশেষ শুভ হতে পারে। কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার যোগ তৈরি হতে পারে। অর্থবৃদ্ধি, সম্পত্তি থেকে লাভ এবং স্থাবর সম্পত্তি কেনার সুযোগও আসতে পারে।
6
6
কুম্ভ রাশির অধিপতিও শনি দেব। শনি-শুক্রের এই লাভ দৃষ্টি যোগ কুম্ভ রাশির জাতকদের ভাগ্য খুলে দিতে পারে। বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য প্রশংসা পেতে পারেন। প্রেমজীবনে মধুরতা বাড়বে। রাজনীতি বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে উচ্চ পদ লাভের সম্ভাবনাও রয়েছে।