মাত্র কয়েক দিন আগেই দাম্পত্যে ইতি টেনেছেন জয় ভানুশালি এবং মাহি ভিজ। আর এরই মাঝে মাহির নতুন সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, সলমন খানের বন্ধু নাদিম নাজকে নাকি মন দিয়েছেন অভিনেত্রী। এমনকী নাদিমকে 'আব্বু' বলে ডাকে তাঁর এবং জয়ের মেয়ে। 

এই জল্পনা রটার পরই সমাজমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হন মাহি। বলিপাড়ার অনেকেরই দাবি, দু’জনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। এবার এই বিতর্কে মুখ খুললেন সলমন খানের বোন আর্পিতা খান। তিনি স্পষ্ট ভাষায় এই সব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন।

মাহির পাশে দাঁড়িয়ে অর্পিতা সমাজমাধ্যমে লিখেছেন, “কেউ যদি পছন্দ করেই ফেলে..এভাবে যদি তাকে কাঠগড়ায় তোলা হয়, তাহলে সত্যিই ভাবতে হয়, আমরা কোন ধরনের দুনিয়ায় বাস করছি।” অর্পিতার  এই মন্তব্য নাদিম ও মাহির সম্পর্কে নতুন ইন্ধন জুগিয়েছে বলে মত নেটাগরিকদের একাংশের। 


ঘটনার সূত্রপাত সম্প্রতি নাদিমের জন্মদিন উপলক্ষে মাহি বিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট ঘিরে। সেই পোস্টে মাহি লেখেন, নাদিম তাঁর জীবনের একজন খুব কাছের মানুষ, যাঁর কাছে তিনি নিজেকে নিরাপদ ও স্বচ্ছন্দ্যবোধ করেন। তিনি আরও জানান, সুখ-দুঃখ সব পরিস্থিতিতেই নাদিম তাঁর পাশে থাকেন। এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা নেটাগরিকদের একের পর এক তীর্যক মন্তব্য উঠে আসে মাহির দিকে।

শুধু আর্পিতা নয়, মাহি বিজ নিজেও গুজব নিয়ে মুখ খুলেছেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, নাদিম তাঁর বহু বছরের পুরনো বন্ধু। তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের এবং তার বাইরে কিছু নয়। মাহির কথায়, নাদিম তাঁর এবং তাঁর সন্তানের কাছে পরিবারের একজন সদস্যের মতো। তিনি আরও বলেন, এমন গুজব ছড়ানো খুবই অসম্মানজনক। মানুষ না জেনেই যেভাবে মন্তব্য করে, তা সত্যিই দুঃখজনক।

এই ঘটনায় মাহি বিজের পাশে দাঁড়িয়েছেন আরও কয়েকজন তারকা। অভিনেত্রী  অঙ্কিতা লোখান্ডে বলেন, “নাদিম একজন ভাল মানুষ এবং অনেকের জীবনে তিনি সহায়তা করেছেন। তাঁর মতে, বন্ধুত্বকে নিয়ে এই ধরনের কটূক্তি করা ঠিক নয়।”

উল্লেখ্য, অঙ্কিতার এই পোস্টটি ইনস্টাগ্রামে শেয়ার করেন মাহির প্রাক্তন স্বামী জয়। অঙ্কিতার কথার সঙ্গে সহমত পোষণ করেন তিনি।  যা থেকে স্পষ্ট বোঝা গিয়েছে, তিনি প্রাক্তন স্ত্রীর পাশে আছেন। একইসঙ্গে নাদিমের সঙ্গে মাহির সম্পর্কের জল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন জয়।