কখন কীভাবে কার ভাগ্যের চাকা ঘুরবে তা আমাদের কল্পনারও বাইরে। অনেকে বহু পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পান না, আবার কারওর ভাগ্যে অল্পেতেই প্রাপ্তি হয় সাফল্য। এমনকী রাতারাতিও বদলে যেতে পারে ভাগ্যের চাকা। যার জন্য শুধু মেনে চলতে হবে কয়েকটি টিপস। এতেই নিমেষে মিটবে আর্থিক সমস্যা, এমনটা বলছে জ্যোতিষশাস্ত্র।
2
10
অনেকেই অভিযোগ করেন, আয় থাকলেও টাকা হাতে টেকে না। সংসার চালাতে গেলেই হঠাৎ খরচ বেড়ে যায়। এই পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র কিছু সহজ বিশ্বাসের কথা বলে, যার মধ্যে অন্যতম হল মানিব্যাগে কিছু শুভ জিনিস রাখা। কথিত রয়েছে, এতে অর্থভাগ্য খোলে এবং অযথা খরচ কমে।
3
10
আসলে জ্যোতিষ মতে, মানিব্যাগ শুধু টাকা রাখার জায়গা নয়। এটি অর্থের শক্তির প্রতীক। মানিব্যাগ যদি অগোছালো, ছেঁড়া বা নোংরা থাকে, তাহলে অর্থের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস। তাই ওয়ালেটে কী রাখা হচ্ছে এবং কীভাবে রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
4
10
এমনই ৪টি জিনিস রয়েছে, যেগুলি নিয়ম মেনে মানিব্যাগে রাখলে আর্থিক স্থিতি বাড়তে পারে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
5
10
ছোট রুপোর কয়েনঃ জ্যোতিষশাস্ত্রে রুপোকে শুভ ধাতু বলা হয়।বিশ্বাস অনুযায়ী, রুপো চন্দ্রের সঙ্গে যুক্ত। মানসিক শান্তি ও আর্থিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। মানিব্যাগে একটি ছোট রুপোর কয়েন রাখলে অপ্রয়োজনীয় খরচ কমে এবং টাকা ধরে রাখার ক্ষমতা বাড়ে বলে মনে করা হয়। লক্ষ্মী দেবীর চিহ্ন বা ‘শ্রী’ লেখা কয়েন হলে তা আরও শুভ।
6
10
গোমতী চক্রঃ গোমতী চক্র দেখতে ছোট শাঁকের মতো। এটি লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে পরিচিত। কথিত রয়েছে, গোমতী চক্র নেতিবাচক শক্তি দূরে রাখে। ব্যবসা বা চাকরিতে আর্থিক বাধা কমায়। হঠাৎ লোকসানের আশঙ্কা কম হয়। অনেকে এটি হলুদ কাপড়ে মুড়ে ওয়ালেটে রাখেন।
7
10
হলুদ মাখানো চালঃ চালকে খাবার ও সমৃদ্ধির প্রতীক ধরা হয়, আর হলুদ শুভ চিহ্ন। জ্যোতিষ মতে, ৭টি কাঁচা চালে সামান্য হলুদ মাখিয়ে লাল সুতো বা কাপড়ে বেঁধে মানিব্যাগে রাখা শুভ। বিশ্বাস করা হয়, এতে টাকা আটকে থাকে না এবং আয়-সংক্রান্ত সুযোগ বাড়ে। তবে নির্দিষ্ট সময় পর চাল বদলে নেওয়া দরকার।
8
10
শ্রীযন্ত্রের ছোট ছবিঃ শ্রীযন্ত্রকে লক্ষ্মী দেবীর শক্তিশালী প্রতীক হিসেবে ধরা হয়। মানিব্যাগে একটি ছোট, ল্যামিনেট করা শ্রীযন্ত্রের ছবি রাখলে আর্থিক সমস্যার প্রভাব কমে, নিয়মিত আয় বজায় থাকে এবং অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে স্থিরতা আসে। বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার এটি রাখা শুভ বলে মনে করা হয়।
9
10
এছাড়াও জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মানিব্যাগে পুরনো বিল, ছেঁড়া কাগজ রাখা উচিত নয়। ছেঁড়া বা নোংরা ওয়ালেট ব্যবহার করা অশুভ। টাকা গুছিয়ে রাখা জরুরি
10
10
মনে রাখবেন, শুধু জিনিস রাখলেই ভাগ্য বদলায় না। পরিশ্রম, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব থাকলে তবেই এই বিশ্বাসগুলো ফলপ্রসূ হতে পারে।