সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ফের হাড়কাঁপানো শীতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ভোরের দিকে জেলায় জেলায় জারি থাকবে কুয়াশার দাপট। বেলার দিকে রোদ উঠলেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার উত্তরবঙ্গের মালদা জেলা এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক-দু’টি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। কিছু কিছু জায়গায় তা অনেকটাই হ্রাস পেয়েছে।
3
6
তবে রাজ্যের অন্য অংশগুলিতে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল।
4
6
উত্তরবঙ্গের এক-দু’টি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। সোমবার রাজ্যের পার্বত্য এলাকার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
5
6
সোমবার থেকে বাংলায় ফের শীতের কামব্যাক ঘটল বলেই মনে করছে মৌসম ভবন। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে উঠলেও সোমবার ফের শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১২ ডিগ্রির ঘরে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।
6
6
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দু-তিন দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে। যদিও উত্তরবঙ্গেও তাপমাত্রার আপাতত বিশেষ বদল হবে না। জাঁকিয়েই ঠান্ডা থাকবে আগামী সাত দিন। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে হাড় কাঁপানো কনকনে শীত অনুভূত হবে। কুয়াশার দাপটও থাকবে জেলায় জেলায়।