ফিরছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কালজয়ী সিনেমার সিক্যুয়েল ‘বর্ডার ২’।শুধু তাই নয়, নতুনভাবে দর্শকদের সামনে আসতে চলেছে প্রথম ছবির একের পর এক আইকনিক গান। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আবেগ-ভরা সেই গান- ‘সন্দেশে আতে হ্যায়’। এবার ফিরল আরও এক নস্টালজিয়া, ‘যাতে হুয়ে লমহে'।
এদিন সন্ধ্যায় মুম্বাইয়ের ইউনাইটেড সার্ভিসেস ক্লাবে ‘যাতে হুয়ে লমহে' গানটির প্রকাশিত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের নৌবাহিনীর একাধিক কর্মকর্তা, ছবির কলাকুশলী ও নির্মাতারা। দেশপ্রেম ও সৈনিকদের আত্মত্যাগের আবেগে ভরা এই গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মন ছুঁয়ে যায়।
এদিনের গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে চমকে দেন অভিনেতা সুনীল শেট্টি। তাঁর সঙ্গে ছিলেন ছবির নতুন প্রজন্মের তারকা আহান শেট্টি ও অন্যা সিং। 'বর্ডার' ছবির অন্যতম অভিনেতা ছিলেন সুনীল। তাই এদিন তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
‘যাতে হুয়ে লমহে' গানটি মূলত ১৯৯৭ সালের জনপ্রিয় ছবি ‘বর্ডার’-এর গানের নতুন সংস্করণ। পুরনো গানটির আবেগ বজায় রেখেই বর্তমান প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে এটি নতুনভাবে তৈরি করা হয়েছে। যেখানে সুর দিয়েছেন মিঠুন, আর গেয়েছেন দুই জনপ্রিয় গায়ক রূপ কুমার রাঠোর ও বিশাল মিশ্র। গানটির কথায় ফুটে উঠেছে দেশের জন্য লড়াই করা সৈনিকদের ত্যাগ, পরিবার থেকে দূরে থাকার কষ্ট এবং দেশপ্রেমের গভীর অনুভূতি।
অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তারা একটি ব্যান্ড পারফরম্যান্স পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে দেশপ্রেমের আবহ তৈরি করে। পরে দুই গায়ক লাইভ পারফরম্যান্সে গানটি গেয়ে শোনান।
‘বর্ডার ২’ ছবির মূল বিষয়বস্তু দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের ভাবনাকেই যেন ‘যাতে হুয়ে লমহে' গানটি আরও জোরদার করে তুলেছে। নির্মাতাদের মতে, এই গান শুধু একটি মিউজিক ট্র্যাক নয়, একইসঙ্গে দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রয়াস।
