আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হল দেশে প্রথম গঙ্গার নীচে মেট্রো রুটের। বুধের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো রুটের উদ্বোধন করেন তিনি। এর পাশাপাশি দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীও।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট ছাড়াও, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট, এবং জোকা-তারাতলা পার্পল লাইনে মেট্রো পরিষেবা চালু হল। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরেই গঙ্গার নীচে মেট্রো সফর করেন নরেন্দ্র মোদি। তাঁর পাশেই ছিলেন পড়ুয়ারা। এরপরই বারাসাতের উদ্দেশে রওনা হবেন মোদি।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট ছাড়াও, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট, এবং জোকা-তারাতলা পার্পল লাইনে মেট্রো পরিষেবা চালু হল। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরেই গঙ্গার নীচে মেট্রো সফর করেন নরেন্দ্র মোদি। তাঁর পাশেই ছিলেন পড়ুয়ারা। এরপরই বারাসাতের উদ্দেশে রওনা হবেন মোদি।
