সংবাদসংস্থা, মুম্বই: জামনগরে মহাধুমধাম! অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। প্রায় বলিউড সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে। চলছে প্রি-ওয়েডিং সেলিব্রেশন। ১ মার্চে " অ্যান ইভনিং ইন এভারল্যান্ড"-এর জন্য ড্রেস কোড হল "এলিগ্যান্ট ককটেল"। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৫টায়, জামনগরের কনজারভেটরিতে। অতিথি তালিকায় থাকছেন শাহরুখ খান, করিনা কাপুর, জাহ্নবী কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা , কিয়ারা আদবানি, মাধুরী দীক্ষিত, মহেন্দ্র সিং ধোনি ও আরও অনেকে।
ইতিমধ্যে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গিয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ তার স্ত্রী প্রিসিলা চ্যান, আন্তর্জাতিক পপ গায়িকা রিহানা, মাল্টি-ইনস্ট্রুমেন্টালিস্ট, গীতিকার, প্রযোজক এবং বেসিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, সপরিবারে সুপারস্টার শাহরুখ খান , সলমন খান, রানী মুখার্জি, অর্জুন কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর, চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি, চলচ্চিত্র পরিচালক অ্যাটলি ও আরও অনেকে।
আতিথেয়তা কোনও ত্রুটি রাখছেন না অম্বানিরা। মিডিয়া প্রতিনিধিদের জন্যেও দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন তাঁরা। বাদ যায়নি ব্রেকফাস্টও। তবে আপনারা কী জানেন বিয়েবাড়িতে সৃজনশীল পরিবেশনার জন্য কত নিচ্ছেন পপ গায়িকা রিহানা, জন লেজেন্ড ? ৩৩ কোটি দর হাঁকিয়েছেন রিহানা। ৮ কোটিতেই খুশি জন লেজেন্ড।
সোশ্যাল মিডিয়ায় বিগ ফ্যাট ওয়েডিংয়ের ঝলক দেখে চোখ কপালে নেটপাড়ার। বিয়ের আগেই এত খরচ? তাহলে বিয়ের দিন কী হবে?
ইতিমধ্যে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গিয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ তার স্ত্রী প্রিসিলা চ্যান, আন্তর্জাতিক পপ গায়িকা রিহানা, মাল্টি-ইনস্ট্রুমেন্টালিস্ট, গীতিকার, প্রযোজক এবং বেসিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, সপরিবারে সুপারস্টার শাহরুখ খান , সলমন খান, রানী মুখার্জি, অর্জুন কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর, চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি, চলচ্চিত্র পরিচালক অ্যাটলি ও আরও অনেকে।
আতিথেয়তা কোনও ত্রুটি রাখছেন না অম্বানিরা। মিডিয়া প্রতিনিধিদের জন্যেও দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন তাঁরা। বাদ যায়নি ব্রেকফাস্টও। তবে আপনারা কী জানেন বিয়েবাড়িতে সৃজনশীল পরিবেশনার জন্য কত নিচ্ছেন পপ গায়িকা রিহানা, জন লেজেন্ড ? ৩৩ কোটি দর হাঁকিয়েছেন রিহানা। ৮ কোটিতেই খুশি জন লেজেন্ড।
সোশ্যাল মিডিয়ায় বিগ ফ্যাট ওয়েডিংয়ের ঝলক দেখে চোখ কপালে নেটপাড়ার। বিয়ের আগেই এত খরচ? তাহলে বিয়ের দিন কী হবে?
