শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: পারমিতার 'গুপি শুট'-এ কলাকুশলীরা ৩ মাস সাসপেন্ড! আর কী পদক্ষেপ করল ফেডারেশন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১২ : ০০


‘হেমা মালিনী’ ছবির পরিচালক পারমিতা মুন্সী গুপি শুট করেছিলেন। মঙ্গলবার ফেডারেশন এবং গিল্ডের যৌথ বৈঠকে প্রকাশ্যে সেই খবর। খবরে সিলমোহর দিয়েছেন পরিচালকের স্বামী সুদীপ ভট্টাচার্য। যিনি ইন্ডাস্ট্রিতে শিল্প নির্দেশক হিসেবে পরিচিত। একই কথা বলেছেন, প্রোডাকশন ম্যানেজারও। তিনি জানতে পেরেছিলেন বলেই শুটিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ গিল্ডের সমস্ত বিভাগ। সদস্যরা এককাট্টা হয়ে এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। আজকাল ডট ইনকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছে, ‘‘আগের বৈঠকে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছিল, যাঁরা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকবেন তাঁদের তিন মাস সাসপেন্ড করা হবে। এবারের বৈঠকেও সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পারমিতাদির শুটের সঙ্গে যে সমস্ত কলাকুশলী যুক্ত তাঁরা আগামী তিন মাস সাসপেন্ড হবেন।’’ 

স্বরূপ আরও জানান, গত সন্ধের বৈঠকে আরও অনেক ঘটনা প্রকাশ্যে আসে। যেমন, ‘হেমা মালিনী’ প্রথমে ছোট ছবি হওয়ার কথা ছিল। তারপর সেটি বড় ছবি হবে বলে ঠিক হয়। বিষয়টি সেভাবে কেউ জানতেন না। পরিচালনার পাশাপাশি ছবির প্রযোজকও পারমিতা। পাপিয়া রাও এই ছবিতে টাকা ঢেলেছেন। বিনিময়ে তিনি এই ছবিতে অন্যতম প্রধান চরিত্র ‘হেমা মালিনী’। পাশাপাশি, সাউথ সিটি আবাসনে এই মুহূর্তে শুটিং নিষিদ্ধ। কর্তৃপক্ষ আবাসিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কর্তৃপক্ষকে লুকিয়ে পাপিয়ার সহযোগিতায় পারমিতা সেখানে শুটের ব্যবস্থা করেন। কারণ, পাপিয়া ওই আবাসনের বাসিন্দা। ঘটনার সূত্রপাত তিন দিন আগে। পাপিয়া নিজের দায়িত্ব নিজের আবাসনের ভিতরে শুটের বন্দোবস্ত করে দেন। টিম নিয়ে ঢোকা যাবে না। তাই প্রোডাকশন ম্যানেজারকে পারমিতা কিছু কলাকুশলীর বন্দোবস্ত করে দিতে বলেন। তিনি রাজি না হলেই তখন নিজেই সেই দায়িত্ব নেন। বাছাই কিছু জনকে নিয়ে ক্যামেরায় শুটিং করেন। আগের দিন সবাইকে জানিয়েছিলেন, ছবির রাপ আপ পার্টি আছে।

গল্প আরও। এই ছবির কারণে নাকি একাধিক জনের থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে পারমিতার বিরুদ্ধে। পরিচালককে তাঁর স্বামী গিল্ডের বিরুদ্ধাচারণ করতে নিষেধ করেছিলেন। তিনি শোনেননি। ফলে, ওই দিনের শুটে সুদীপ থাকেননি। পাশাপাশি, পারমিতা রাইটার গিল্ডের সদস্য। তিনি ছবি পরিচালনার আগে গিল্ডকেও সে কথা জানাননি। ফলে, গিল্ডও তাঁর উপরে ক্ষুব্ধ। ফেডারেশন সভাপতির কথায়, ‘‘পারমিতাদি প্রথমে বিষয়টি স্বীকার করতে চাননি। পরে নানা তথ্য প্রকাশ্যে আসতে স্বীকার করতে বাধ্য হন।’’ এই ধরনের অনৈতিক কাজের জন্য পরিচালকের বিরুদ্ধে কি কোনও পদক্ষেপ করছে ফেডারেশন? সভাপতি জানিয়েছেন, আগামী তিন মাস পারমিতাকেও গিল্ডের কেউ আর সহযোগিতা করবে না। তারপরেও তিনি যদি ছবির শুট নিজের মতো করে করে নিতে পারেন, সেটা তাঁর দায়িত্ব।

একই সঙ্গে প্রশ্নও তুলেছেন, ‘‘কড়া নিষেধ চালুর পরে দেব সাউথ সিটিতে শুটিংয়ের অনুরোধ জানিয়েছিলেন। আবাসন কর্তৃপক্ষ তাঁকেও অনুমতি দেয়নি। অথচ পাপিয়া নিজ দায়িত্বে কর্তৃপক্ষকে না জানিয়ে দিব্যি শুটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন! আবাসন কর্তৃপক্ষ জানতে পেরে কলাকুশলীদের প্রশাসনের হাতে তুলে দিলে তার দায়িত্ব কে নিত?’’ বিষয়টি নিয়ে মতপ্রকাশ করেছেন রাইটার্স গিল্ডের সহ সভাপতি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ও। তিনি পারমিতার এই কাজে প্রচণ্ড ক্ষুব্ধ। বৈঠকে তিনি জানিয়েছেন, গিল্ডের তরফ থেকে কড়া পদক্ষেপ করা হবে।




নানান খবর

নানান খবর

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

বলিউডে পাড়ি দিলেন রিয়া গঙ্গোপাধ্যায়, হিন্দি ছবির নায়িকা না খলনায়িকা! কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

কলেজের গণ্ডি পেরোননি সোনম, ছেলে বায়ুর ভবিষ্যতের হাল কেমন হবে! এখন থেকেই দুশ্চিন্তায় অভিনেত্রী

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

সোশ্যাল মিডিয়া