আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রাতের অন্ধকারে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ধাক্কা এক্সপ্রেস ট্রেনের। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য। কীভাবে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা? জানা গিয়েছে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার ট্রেন। বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল ট্রেনটি। আচমকা তাতে ধাক্কা মারে বিশাখাপত্তনম থেকে পালাসা যাওয়া এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে প্যাসেঞ্জার ট্রেনের তিনটি কামরা। স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করেছে। ইতিমধ্যে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। আধিকারিকদের তিনি দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে সেই সংখ্যা এখনও জানা যায়নি।