সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকমনে জুড়ে বসেছে ‘পারিয়া’। তারই ফলশ্রুতি সাত দিনে ৫৮ লক্ষ ছুঁইছুঁই ব্যবসা। এই খবর ভাগ করে নিয়েছেন পরিবেশক শতদীপ সাহা। তথাগত মুখোপাধ্যায় এর আগে আজকাল ডট ইনকে জানিয়েছিলেন, গত শনিবার থেকেই লোকমুখে প্রচারে দর্শকের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তখনই তিনি আশা করেছিলেন, ছবি লক্ষ্মীর মুখ দেখবে। ব্যবসা ক্রমশ বাড়ছে যখন প্রেক্ষাগৃহের সংখ্যাও কি বাড়ছে? জবাবে আজকাল ডট ইনকে পরিবেশক বলেছেন, ‘‘অবশ্যই হলের সংখ্যা বেড়েছে। এভাবে ব্যবসা করলে আগামীও এই সংখ্যা আরও বাড়াতে হবে।’’ শতদীপ আরও জানিয়েছেন, এখনও নন্দন-সহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহের থেকে আয়ের হিসেব বাকি। সেগুলো জুড়লে সংখ্যা আরও বাড়বে।

সারমেয়দের উপরে অকারণ অত্যাচার ছবির বিষয়। যা বাংলা ছবিতে এই প্রথম। সেই সঙ্গে বিক্রম চট্টোপাধ্যায়ের ‘অ্যাকশন হিরো’ অবতার। তাঁর বিপরীতে অঙ্গনা রায় সদ্য ফোটা ফুলের মতোই স্নিগ্ধ, তাজা। দু"জনের রসায়ন আরাম দিয়েছে েি প্রজন্মের চোখকে। আর দাপুটে অভিনয় অম্বরীশ ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দেবাশিস রায়ের। স্বাদবদল ঘটতেই নাড়া পড়েছে দর্শকমনে। সেই জায়গা থেকেই তথাগতর দাবি, ‘‘আমার ছবি কখনও সঠিক প্রেক্ষাগৃহই পায়নি। এই ছবির শুরু থেকেই তাই প্রচারে জোর দিয়েছিলাম। মাউথ পাবলিসিটি এবং ছবির বিষয়বস্তু এবং প্রত্যেকের অভিনয়গুণে এই সাফল্য।’’ ‘পারিয়া’ কি কোটির ক্লাবে পা রাখবে? তথাগতর বক্তব্য, ‘‘আশা তো রাখছিই। ভাল ব্যবসা করতে কোন পরিচালক বা প্রযোজক না চান! প্রযোজকের ঘরে টাকা ফেরত আসা মানেই সেই ছবি সফল। তাছাড়া, বাংলা এখন কোটির ঘরেই ব্যবসা করে। দেবের প্রত্যেকটা ছবি সেই মাইলস্টোন তৈরি করে দিয়েছে। আমাদের ছবি সেই তুলনায় অনেকটাই ছোটমাপের। তারপরেও যদি ভাল ফল করে এর চেয়ে বেশি খুশি আর কিছুতেই নেই।’’

কলকাতায় প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসব। তার জেরে নন্দন ২ থেকে এক সপ্তাহের জন্য সরিয়ে দেওয়া হয়েছে ‘পারিয়া’কে। এইটা না হলে কি ফলাফল আরও বড় অঙ্কের হত? যা ঘটে গিয়েছে তা নিয়ে আর মনখারাপ করতে নারাজ পরিচালক। তাঁর মতে, তিনি আগামীর দিকে চেয়ে রয়েছেন।