আজকাল ওয়েবডেস্ক: সময়ের আগেই ইডি দপ্তরে হাজিরা দিলেন শরদ পাওয়ারের ভাইপো রোহিত পাওয়ার। মহারাষ্ট্রের একটি ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর সঙ্গে এদিন ইডি অফিসে যান সুপ্রিয়া সুলেও। ইডি দপ্তরে যাওয়ার আগে রোহিত পাওয়ার দেখা করেন শরদ পাওয়ারের সঙ্গে। কারজাট জামখেদের প্রথমবারের সাংসদ রোহিত পাওয়ার ইডি অফিসে প্রবেশের আগে বলেন, তদন্তকারীরা তাঁদের কাজ করছে। তাঁরা আমার কাছে যে তথ্য চাইবেন তা আমি দেব। ইডি অফিসে সেজন্যেই এসেছি। তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে তৈরি বলেও এদিন জানিয়ে দেন রোহিত পাওয়ার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুপ্রিয়া সুলে জানান, আমাদের কিছু লুকোবার নেই। তাই যথাসম্ভব সহযোগিতা করা হবে। বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অহেতুক বিরোধী দলগুলিকে হয়রানি করছে বলেও এদিন জানিয়ে দেন সুপ্রিয়া সুলে। আয়কর দপ্তর, সিবিআই, ইডির ৯৫ শতাংশ মামলাই বিরোধী দলের বিরুদ্ধে দাবি করেন সুপ্রিয়া সুলে।
