পরিবারকে পাশে পেয়েইছিলেন। শ্বশুরবাড়ির সবাইও তাঁর পক্ষেই। এবার পাকিস্তানের খুল্লমখুল্লা সমর্থন পেলেন সানিয়া মির্জা। সামাজিক মাধ্যমে তাঁকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন পড়শি দেশের নেট ব্যবহারকারীরা। তাঁদের বক্তব্য, সানিয়া একটি প্রজন্মকে বিশেষ করে মেয়েদের খেলাধুলোয় অনুপ্রাণিত করেছেন। তাই বিবাহবিচ্ছেদ তাঁর পরিচয় নয়।
২০ জানুয়ারি সামাজিক মাধ্যমেই শোয়েব মালিক তাঁর তৃতীয় বিয়ের কথা ঘোষণা করেন। পাত্রী উর্দু টেলিভিশনের জনপ্রিয় তারকা সানা জাভেদ। নিকাহর ছবি ভাগ করে তিনি লিখেছিলেন, “আলহামদুলিল্লা আর আমি তোমায় বিয়ের বন্ধনে বাঁধলাম।" এরপরই বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার ঝড়। এবং টেনিসুন্দরীকে পুরোপুরি সমর্থন।
যেমন, এক নেটব্যবহারকারী লিখেছেন, "আমি আর প্রেমের বিয়েতে বিশ্বাস করি না। ভেবে দেখুন, সানিয়া মির্জা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন! যা হয়েছে তা ভালো হয়েছে।” অন্যজনের দাবি, "সানিয়া মির্জা এই বিয়ের কারণে নিজের দেশের সঙ্গে যুদ্ধ করেছেন। এবং বহু বছর ধরে ঘৃণা সহ্য করেছেন। শুধুমাত্র এই ক্লাউনকে বিয়ে করার জন্য।" অন্য একজনের মত, "সানিয়া মির্জা শোয়েব মালিক এবং সানা জাভেদকে তাঁদের বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন! নিজের বিচ্ছেদ তথা "খুলা"র কথা সবাইকে জানাচ্ছেন। জেনে মন ভেঙে গিয়েছে।"
২০ জানুয়ারি সামাজিক মাধ্যমেই শোয়েব মালিক তাঁর তৃতীয় বিয়ের কথা ঘোষণা করেন। পাত্রী উর্দু টেলিভিশনের জনপ্রিয় তারকা সানা জাভেদ। নিকাহর ছবি ভাগ করে তিনি লিখেছিলেন, “আলহামদুলিল্লা আর আমি তোমায় বিয়ের বন্ধনে বাঁধলাম।" এরপরই বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার ঝড়। এবং টেনিসুন্দরীকে পুরোপুরি সমর্থন।
যেমন, এক নেটব্যবহারকারী লিখেছেন, "আমি আর প্রেমের বিয়েতে বিশ্বাস করি না। ভেবে দেখুন, সানিয়া মির্জা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন! যা হয়েছে তা ভালো হয়েছে।” অন্যজনের দাবি, "সানিয়া মির্জা এই বিয়ের কারণে নিজের দেশের সঙ্গে যুদ্ধ করেছেন। এবং বহু বছর ধরে ঘৃণা সহ্য করেছেন। শুধুমাত্র এই ক্লাউনকে বিয়ে করার জন্য।" অন্য একজনের মত, "সানিয়া মির্জা শোয়েব মালিক এবং সানা জাভেদকে তাঁদের বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন! নিজের বিচ্ছেদ তথা "খুলা"র কথা সবাইকে জানাচ্ছেন। জেনে মন ভেঙে গিয়েছে।"
