আজকাল ওয়েবডেস্ক: নজর ছিল অযোধ্যার দিকে। রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদি, মোহন ভাগবত, যোগী আদিত্যনাথের উপস্থিতিতে। বেলা ১২টা ২৯ মিনিট ৩ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩৫ সেকেন্ডের মাঝে "অভিজিৎ মুহূর্ত"। এই পবিত্র ৮৪ সেকেন্ডের মধ্যেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। কিন্তু কী বলছেন, যিনি তৈরি করেছেন এই রাম লালার মূর্তি। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠার জন্য তিনটি মূর্তি তৈরি হয়েছিল। তার মধ্যে থেকে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাষ্ট প্রখ্যাত ভাষ্কর অরুণ যোগীরাজের তৈরি করা মূর্তি বেছে নেয়। সোমবার অরুণ যোগীরাজ বলছেন, এই বিশ্বের ভাগ্যবান মানুষ তিনিই। তিনি বলেন, "আমি মনে করি আমি এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আমার পূর্বপুরুষ, পরিবারের সদস্য এবং ভগবান রাম লালার আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল। মাঝে মাঝে আমার মনে হয় আমি স্বপ্নের জগতে রয়েছি।"
