বছরের শুরুতেও জারি শীতের ঝোড়ো ব্যাটিং। জাঁকিয়ে ঠান্ডা বাংলা জুড়ে। হাড়কাঁপানো শীতে রীতিমতো জবুথবু দশা। ঠান্ডার এই ইনিংস চলবে আরও বেশ কিছুদিন।
2
7
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস।
3
7
আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও, বেলায় তা কেটে যাবে।
4
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী পাঁচদিন বাংলার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যার জেরে ভোরের দিকে কমবে দৃশ্যমানতাও।
5
7
আজ থেকে আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অন্যদিকে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
6
7
আজ ও আগামিকাল শুক্রবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকবে।
7
7
জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও আগামী দু'দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলাতেও কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।