আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে, নয়া সাফল্য। গ্লুকোমা কেয়ারে, নতুন দিক খুলে গেল দেশে। অর্থাৎ বড় সাফল্য চক্ষু চিকিৎসায়। আর্মি হাসপাতালে দেশের প্রথম থ্রিডি ফ্লেক্স অ্যাকুয়াস অ্যাঞ্জিওগ্রাফি সফল্ভাবে সম্পন্ন হয়েছে। তথ্য প্রকাশ্যে এসেছে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে।
বুধবার, প্রতিরক্ষামন্ত্রক, এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হাসপাতালের (রিসার্চ অ্যান্ড রেফারেল) অপথালমোলজি অর্থাৎ চক্ষুবিদ্যা বিভাগে iStent-এর সঙ্গে ভারতের প্রথম থ্রিডি ফ্লেক্স অ্যাকুয়াস অ্যাঞ্জিওগ্রাফি সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক, এই নয়া সাফল্যকে ভারতের চিকিৎসাক্ষেত্রে 'যুগান্তকারী' বলে উল্লেখ করেছে বিবৃতিতে। জানানো হয়েছে, নতুন স্ট্যান্ড-মাউন্টেড স্পেকট্রালিস সিস্টেম এবং একটি অত্যাধুনিক থ্রিডি অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে সম্পন্ন হয় এই প্রক্রিয়া।
এই প্রসঙ্গে উল্লেখ্য, সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবাগুলির মধ্যে, সবসময় চক্ষু চিকিৎসা, অর্থাৎ চোখের যে কোনও সমস্যার সমাধানের বিষয়টিকে অগ্রাধিকার দেয়।
এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ্য, গ্লুকোমা আদতে কী? তথ্য, গ্লুকোমা হল এক ধরনের চোখের সমস্যা বা রোগ, যা চোখের অপটিক স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে এবং ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস পায় এক পর্যায়ে গিয়ে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। চিকিৎসকেরা গ্লুকোমা এবং ধীরে ধীরে অন্ধত্বের দিকে এগিয়ে যাওয়ার বেশ কিছু কারণ উল্লেখ করে থাকেন। তবে, বেশিরভাগ ক্ষেত্রে এর কোনও প্রাথমিক লক্ষণ থাকে না, তাই একে 'নীরব ঘাতক' বলা হয়।
তবে এই নয়া চিকিৎসা পদ্ধতিতে, অস্ত্রোপচারের সময় অ্যাকুয়াস আউটফ্লো'র রিয়েল-টাইম ভিজ্যুয়ালাইজেশন দেখতে পাবেন চিকিৎসকরা, ফলে চিকিৎসা পদ্ধতি এবং অস্ত্রোপচার অনেকটাই সুবিধার হবে এবং উল্লেখযোগ্য ফলাফল পাবেন রোগীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্ডিয়ান জার্নাল অফ অপথালমোলজিতে প্রকাশিত ২০২৪ সালের একটি গবেষণা অনুসারে, ভারতে অনির্ধারিত গ্লুকোমার অনুপাত প্রায় ৯০ শতাংশ। রিপোর্টে উল্লিখিত, প্রাইমারি ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমা (POAG) গ্লুকোমার সবচেয়ে সাধারণ উপপ্রকার।
এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে, এই একই চক্ষুবিদ্যা বিভাগ 3D মাইক্রোস্কোপ ব্যবহার করে ন্যূনতম আক্রমণাত্মক গ্লুকোমা সার্জারি সম্পাদন করেছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্য তেমনটাই।
