আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে খাবার পরিবেশন করা নিয়ে সামান্য কথা কাটাকাটি। তা থেকেই তুমুল বাকবিতন্ডা। শেষমেশ মা'কে আগুনে পুড়িয়ে মারল ছেলে।
ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই মা'কে পুড়িয়ে মারে ২৬ বছরের অভিযুক্ত যুবক। সেই দিন রাতে কী খাবার রান্না করা হবে, কখন পরিবেশন করা হবে, তা নিয়েই ঝামেলা শুরু হয়। বচসার পরেই মা'কে টেনে হিঁচড়ে বাড়ির উঠোনে এনে, তাঁর গায়ে আগুন জ্বালিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে আলিবাগ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসা চলাকালীন সেখানে তাঁর মৃত্যু হয়।
ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত জারি রয়েছে।