জ্যাকি শ্রফ দিন দুই আগেই এই কাজ করেছেন। এবং সেই কাজ করে তিনি যথেষ্ট প্রচারের আলোয়। রামমন্দির উদ্বোধনের আগে মন্দিরের সিঁড়ি পরিষ্কার করেছেন প্রবীণ অভিনেতা। যা দেখে তিনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। রামমন্দির উদ্বোধনের আগে একই ভাবে একই কাজ করলেন কঙ্গনা রানাউত। সিঁড়ি নয়, তিনি ঝাড়ু হাতে মন্দির প্রাঙ্গন পরিষ্কার করলেন। যথারীতি সেই ভিডিও ভাইরাল। এবং সেই ভিডিও দেখার পর অনুরাগীরা তাঁর নিন্দা এবং প্রশংসা দুটোই করেছেন।

পরনে মেরুনরঙা, সোনালি জরির পাড়ের সিল্কের শাড়ি। সঙ্গে মানানসই সোনার গয়না। হাতখোঁপায় চুল আটকানো। কপালজুড়ে বড় টিপ। সনাতনী নারীর সাজে এদিন নায়িকা প্রকাশ্যে। কঙ্গনার সাজ সবার প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি, সমালোচিত তিনি রোদচশমা পরে থাকার জন্য। অনেকেরই দাবি, তিনি পুরোটাই করেছেন প্রচারের কারণে। তাই নাকি তিনি রোদচশমায় চোখ ঢেকেছিলেন।

?ref_src=twsrc%5Etfw">January 21, 2024

মন্দির পরিষ্কারের পাশাপাশি তিনি এদিন মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গেও দেখা করেন। পুজোয় অংশ নেন। তাঁদের আশীর্বাদ চান। সাধু রাম ভদ্রাচার্যের কাছে তাঁর আশীর্বাদ চাওয়ার মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে৷ এই অনুষ্ঠানে কঙ্গনা ছাড়াও থাকছেন অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, অনুপম খের, মধুর ভান্ডারকর, রজনীকান্ত, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল, চিরঞ্জীবী, আশা ভোঁসলে, রণদীপ হুডার মতো তারকারা। ২২ প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির উদ্বোধন করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন।