সানিয়া মির্জার সঙ্গে তাঁর প্রেম কহানি অতীত। সোয়েব মালিক কিন্তু বসে নেই। তিনি তৃতীয় বিয়ে সেরে ফেলেছেন। খবর, তাঁর তৃতীয় স্ত্রী অভিনেত্রী সানা জাভেদ। সানা উর্দু টেলিভিশনের জনপ্রিয় নায়িকা। প্রাক্তন ক্রিকেটার তাঁর তৃতীয় বিয়ের ছবি ভাগ করে নিতেই নতুন করে শোরগোল শুরু। অভিনন্দনের পাশাপাশি নিন্দেও শুনেছেন তিনি।
বেশ কিছুদিন থেকে শোয়েব-সানিয়ার বিয়ে ভাঙার খবর একাধিক বার শিরোনামে উঠে এসেছে। একাধিক বার সানিয়া তাঁর পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। চর্চা শুরু হলেই চুপ থেকেছেন তিনি। ফলে, বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিলই। সানিয়া-শোয়েব ক্রীড়া জগতের দুই তারকা। তাই তাঁদের প্রেম, বিয়ে সব সময়েই নজরে ছিল। তারকা দম্পতির এক সন্তানও রয়েছে। তার দেখভালের দায়িত্ব কার? জানা যায়নি। ২০১০ থেকে ২০২৩— ১৩ বছরের সম্পর্ক ভাঙতেই অনেকে বিয়ে নামক প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
একই সঙ্গে এও প্রশ্ন উঠেছে, আদৌ কি বিচ্ছেদ হয়েছে তাঁদের? নাকি তার আগেই নিকাহ সেরে ফেললেন প্রাক্তন পাক ক্রিকেটার? যদিও সানিয়া মির্জার ইনস্টাগ্রাম স্টোরি বিচ্ছেদেই সিলমোহর দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক উদ্ধৃতি বলছে, ‘বিচ্ছেদ কঠিন’। অন্য একটি পোস্টে লিখেছেন, তিনি অশান্ত। এই পরিস্থিতিতে মনকে শান্ত রাখা ভীষণ কঠিন। উল্লেখযোগ্যভাবে, সানিয়া এবং শোয়েব উভয়েই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেদের একসঙ্গে তোলা ছবি সরিয়ে নিয়েছেন। যা বিচ্ছেদের দিকেই ইঙ্গিত করছে।
