আজকাল ওয়েবডেস্ক: শান মাসুদ পাকিস্তানের অধিনায়ক নন। তিনি নাকি ভারতের অধিনায়ক। ধারাভাষ্য দিতে গিয়ে মহাভুল করে বসলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক। ধারাভাষ্য দেওয়ার সময়ে ভুল করে থাকেন অনেকেই। পোলাকের এহেন মন্তব্য নিয়ে রীতিমতো চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে বাবর আজমকে নিয়ে রীতিমতো উত্তেজনা চলছে। এশিয়া কাপে তাঁর জায়গা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষবার খেলেছেন বাবর আজম। তারপরেই গদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন প্রোটিয়াদের বিরুদ্ধে।
আরও পড়ুন: তৃতীয় দিনে ফিল্ডিং করলেন না, কেমন আছেন সাই সুদর্শন? মেডিক্যাল আপডেট দিল বিসিসিআই...
তাঁকে দেখার জন্য ভক্তদের মধ্যে আগ্রহ এবং উত্তেজনা এতটাই যে দর্শকরা শান মাসুদের আউট দেখতে চাইছিলেন। প্রোটিয়া বোলাররা আউটের আবেদন করার সঙ্গে সঙ্গেই দর্শকরা 'বাবর-বাবর' ধ্বনি তুলতে থাকেন। আর দর্শকদের এমন উৎসাহ-উদ্দীপনা দেখে শন পোলকও অবাক হয়ে যান। তিনি বলে ওঠেন, ''বাবরকে ক্রিজে দেখার জন্য দর্শকরা ভারত অধিনায়ক শান মাসুদকে আউট দেখতে চাইছেন। এটা আমার বিশ্বাসই হচ্ছে না। সমর্থকদের সঙ্গে কথা বলতে হবে আমাদের।''
শান মাসুদ ও ইমাম উল হক দ্বিতীয় উইকেটে ১৬১ রান জোড়েন। বাবরকে ক্রিজে দেখার জন্য দর্শকদের অপেক্ষার বাঁধ অবশেষে ভাঙে ৪৮-তম ওভারে। মাসুদ ৭৬ রানে আউট হন। গ্যালারিতে উপস্থিত দর্শকরা 'বাবর-বাবর' চিৎকার করতে শুরু করে দেন। সমর্থকরা ব্যানার তোলেন 'কিং বাবর'।
দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল। টানা ১০টি ম্যাচ জিতে তেম্বা বাভুমার দল পাকিস্তানে খেলতে এসেছে। অন্যদিকে পাকিস্তান গত ১২টি ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে। এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।
পাকিস্তান ক্রিকেটের দুই তারকা যে বাদ পড়তে চলেছেন, তার আভাস আগেই পাওয়ায় গিয়েছিল। সম্প্রতি টি-২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে পাকিস্তান। ০-১ এ সিরিজে পিছিয়ে থেকে ২-১ এ জেতে ক্যারিবিয়ানরা। তৃতীয় একদিনের ম্যাচে ২৯৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস।
এদিকে দুই বর্ষীয়ান তারকার না থাকা প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেছিলেন, ''এই দলটা ভালই করছে। বাবর ও রিজওয়ানকে চার-পাঁচ বছর ধরে সুযোগ দেওয়া হয়েছে। ওরা ভাল করেছে ঠিকই তবে ধারাবাহিক ভাবে ভাল করতে পারেনি। বাবর-রিজওয়ান কেউই নেই। আমার মনে হয় এবার ওদের থেকে সরে যাওয়ার সময় এসেছে। তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। তরুণরাও যে খুব ভাল কিছু ইতিমধ্যেই করেছে, তা বলব না। ওদের মানসিকতা বেশ ভাল। হেরে যাওয়ার ভয় নেই ওদের। হেরে যাওয়ার ভয় থাকলে চাপের মুখে ভেঙে পড়তে পারে। ফলে এই ছেলেরা হেরে যেতে হয়তো পারে, কিন্তু ওরা লড়ে যাবে। সলমন আঘা ভাল অধিনায়ক।'' সেই বাবর আজম এখনও পাকিস্তানের একনম্বর নায়ক। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে সেটাই দেখা গেল।
আরও পড়ুন: ‘এতটা কষ্ট দিও না ওদের’, জয়সওয়ালের সঙ্গে দেখা হতেই ভারতীয় ওপেনারের কাছে বড়সড় অনুরোধ রাখলেন লারা...
