আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই শুক্রবার একটি ঘোষণাপত্রে সই করেছেন তিনি। ঘোষণাপত্র অনুযায়ী, এবার এইচ–১বি ভিসার জন্য বছরে এক লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ) দিতে হবে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলি এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে, যাঁদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না। এইচ–১বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীদের আমেরিকায় গিয়ে কাজে প্রভাব পড়তে পারে।


অন্যদিকে, মার্কিন মুলুকে গোল্ড এবং প্ল্যাটিনাম ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন তিনি। নির্দেশনামা অনুসারে, আমেরিকায় বসবাসে ইচ্ছুক কোনও ব্যক্তি ১০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি) খরচ করলে ‘গোল্ড কার্ড’ পেতে পারেন। কোনও কর্মীর দ্রুত ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে মার্কিন সংস্থাগুলিও ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১৭ কোটি ৬১ লক্ষ টাকার বেশি) খরচ করতে পারে। ট্রাম্পের কথায়, ‘‌আমার মনে হয় এটা দারুণ সফল হতে চলেছে। এটা কয়েক কোটি ডলার আনতে চলেছে। এর ফলে (আমেরিকানদের) কর কমবে, ভাল ভাল কাজ হবে।’‌ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‌আমেরিকার করদাতারা বৈধ অভিবাসন ব্যবস্থার মাধ্যমে লাভবান হতে চলেছেন।’‌ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই ‘গোল্ড কার্ড’ চালুর কথা জানিয়েছিলেন ট্রাম্প। এবার তাঁর সেই পরিকল্পনাই রূপায়িত করলেন ট্রাম্প।


প্রসঙ্গত, এত দিন আমেরিকায় বসবাস করার জন্য অন্য দেশের নাগকিরকা ‘গ্রিন কার্ড’ এর জন্য আবেদন করতে পারতেন। গ্রিন কার্ডের সঙ্গে ‘গোল্ড কার্ড’ এর কী ফারাক, তারও ব্যাখ্যা দিয়েছেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি জানান, ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প তৈরিই করা হয়েছে বিদেশের এমন কিছু দুর্দান্ত মেধাসম্পন্ন মানুষের জন্য, যাঁরা আমেরিকায় নতুন কাজ এবং বাণিজ্যের পরিসর তৈরি করবেন। একই সঙ্গে লুটনিক জানান, ‘গ্রিন কার্ড’ যাঁরা পাবেন, তাঁরা বিভিন্ন সংস্থার উচ্চ পদে থাকবেন। তাঁরা আমেরিকার নাগরিকদের জন্য কাজের সুযোগ তৈরি করবেন, কাজ কেড়ে নেবেন না বলেও দাবি করেছেন লুটনিক।


এদিকে, আমেরিকায় ‘প্ল্যাটিনাম কার্ড’ পেতে খরচ করতে হবে ৫০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকারও বেশি)। এই ভিসা পেলে এক জন অভিবাসী বছরে ২৭০ দিন আমেরিকায় থাকতে পারবেন। তাছাড়া তাঁকে উপার্জিত অর্থের জন্য মার্কিন প্রশাসনকে কোনও করও দিতে হবে না। যদিও লুটনিক জানিয়েছেন, ‘প্ল্যাটিনাম কার্ড’ চালু করতে মার্কিন আইনসভার অনুমোদন লাগবে। সেই অনুমোদন চলতি বছরের শেষেই মিলতে পারে বলে জানিয়েছেন তিনি।


প্রসঙ্গত, শুক্রবারই ট্রাম্প আরও একটি নির্দেশনামায় সই করেন। তাতে বলা হয়েছে, এবার থেকে এইচ–১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে সরকার। এই ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ করে দিচ্ছেন না। তবে এমন মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করলেন, যাতে এই ধরনের কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না কোনও সংস্থা।