অবশেষে জল্পনার অবসান। ‘কল্কি ২৮৯৮ এডি’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা পাড়ুকোন। ভাইজয়ন্তী মুভিজ তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছে, “জানানো হচ্ছে যে, ‘কল্কি 2898 এডি’-র আসন্ন সিক্যুয়েলের অংশ নন দীপিকা পাড়ুকোন। গভীর চিন্তাভাবনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ছবির দীর্ঘ যাত্রা সত্ত্বেও আমরা পার্টনারশিপ খুঁজে পাইনি। আর ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো একটি ছবির জন্য প্রয়োজন অটল প্রতিশ্রুতি। ওঁর আগামী কাজের জন্য শুভকামনা রইল আমাদের তরফে।”
This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD.
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms)
After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership.
And a film like…Tweet by @VyjayanthiFilms
নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি 2898 এডি’ ছিল সাম্প্রতিক কালের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত ডিস্টোপিয়ান কাহিনি ভারতীয় সিনেমায় এক নতুন মাইলফলক ছুঁয়েছিল। দীপিকা সেখানে অভিনয় করেছিলেন ‘সুমতি’ চরিত্রে। প্রভাসের অ্যাকশননির্ভর আখ্যানের মধ্যে তিনি এনে দিয়েছিলেন আবেগের ভারসাম্য। দর্শক-সমালোচকরা তাঁর পারফরম্যান্সের গভীরতা এবং হৃদয়মথিত আবেগকে বিশেষভাবে প্রশংসা করেছিলেন। তাই এই ছবির সিক্যুয়েলে তাঁর চরিত্রের আরও বিস্তৃত যাত্রা দেখা যাবে বলে আশা করেছিলেন ভক্তরা। তবে এই ঘোষণার পর সেই জায়গাতেই এখন তৈরি হয়েছে বড় শূন্যতা।

এই ঘোষণার আগে থেকেই দীপিকার প্রজেক্ট ছাড়ার খবরে গুঞ্জন চলছিল। সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকেও তিনি সরে দাঁড়ান, যেখানে প্রভাসের বিপরীতে তাঁকে কাস্ট করা হয়েছিল। খবরে শোনা যায়, দীপিকা শ্যুটিংয়ে আট ঘণ্টার কর্মসময়ের দাবি করেছিলেন এবং কিছু নির্দিষ্ট শর্ত রেখেছিলেন, যা পরিচালকের প্রত্যাশার সঙ্গে মেলেনি। এরপরই ভাঙ্গা সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় বার্তা দেন— কারও নাম না করেই লেখেন “বিশ্বাস ভঙ্গ” এবং “ডার্টি পিআর গেমস”-এর অভিযোগ। সময়ের মিলেই ইঙ্গিতের আঙুল ওঠে দীপিকার দিকেই। তবে অভিনেত্রী নিজে জানিয়ে দিয়েছেন, “আমি মনে করি, সব উত্তর ভেতরেই থাকে। নিজের অন্তরের ওপর ভরসা রাখতেই হবে। আমি শুধু সেই মানুষদের সঙ্গে কাজ করতে চাই যাঁদের মূল্যবোধ আমারই মত।”
ভারতের সবচেয়ে বহুল আলোচিত সাই-ফাই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব থেকে দীপিকার সরে দাঁড়ানো নিঃসন্দেহে বড় ধাক্কা। এখন প্রশ্ন— কীভাবে নির্মাতারা তাঁর চরিত্রের শূন্যতা পূরণ করবেন? দর্শকের চোখ তাই আরও বেশি করে তাকিয়ে থাকল ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের দিকে।
অন্যদিকে, ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় রাজস্থান হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন রিলিফ পেয়েছেন দীপিকা পাড়ুকোন । ভরতপুরে দায়ের হওয়া ওই অভিযোগে, নামী এক কোম্পানির একটি গাড়িতে ত্রুটির অভিযোগ তুলে দুই অভিনেতার পাশাপাশি কোম্পানির কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়েছিল এবং তাদের এই ব্র্যান্ডের প্রচারে অংশগ্রহণের জন্য দায়ী করা হয়েছিল।কীর্তি সিং নামক স্থানীয়, যিনি ওই গাড়ি কিনেছিলেন. চলতি মাসের শুরুর দিকে একটি এফআইআর দায়ের করেন। তাঁর দাবি, তিনি একটি গাড়ি কেনার পর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, কারণ সেটিতে বিভিন্ন ত্রুটি দেখা দেয়। অভিযোগে বলা হয়েছে, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের প্রচারের প্রভাবেই তিনি গাড়িটি কেনার সিদ্ধান্ত নেন। এফআইআরে কোম্পানির ছ’জন কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগ ওঠার পরপরই দুই অভিনেতা রাজস্থান হাই কোর্টে আবেদন জানান এফআইআরটি বাতিল করার জন্য। শাহরুখের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন যে, এই অভিযোগের সঙ্গে তাঁর কোনও সরাসরি সম্পর্ক নেই। তিনি জোর দিয়ে বলেন, “কোনও তারকা কোনও ব্র্যান্ডের প্রচার করলেই, সেটির উৎপাদন মানের জন্য তাকে দায়ী করা যায় না।”দীপিকার পক্ষে আইনজীবী মাধব মিত্রও যুক্তি দেন যে, তাঁর সম্পূর্ণ ভূমিকা শুধুমাত্র ব্র্যান্ড প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল, উৎপাদন বা মান নিয়ন্ত্রণের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
