আজকাল ওয়েবডেস্ক: প্রথম ইতালিয়ান হিসেবে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। ২৬ মে থেকে শুরু হয়েছে তাঁর পথচলা। ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পরে সরে দাঁড়ান তিতে। তার পর থেকে অ্যানচেলোত্তিকে পাওয়ার চেষ্টা করছিল ব্রাজিল। কিন্তু ক্লাব ফুটবলের সফল কোচ প্রতিবারই ফিরিয়ে দেন ব্রাজিলকে।

বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারার পর থেকেই অ্যানচেলোত্তিকে নিয়ে জল্পনা শাখাপ্রশাখা বিস্তার করতে শুরু করে। নীল-সাদা জার্সিধারীদের কাছে হারের পরে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। তার পরই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন অ্যানচেলোত্তি। 

আরও পড়ুন: একসময়ে ট্রান্সলেটর নিয়ে ঘুরতেন, তাঁকে নিয়ে হাসাহাসি পড়ে গিয়েছিল, ইস্টবেঙ্গলের নতুন অতিথিকে নিয়ে প্রশ্ন, 'ও কি দিমির

এহেন বর্ষীয়ান কোচ বেশ বুঝতে পারছেন তিনি দারুণ এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। ব্রাজিলের হয়ে খেতাব জিততে না পারলে তাঁর দিকে ধেয়ে আসবে সমালোচনা। এক সাক্ষাৎকারে অ্যানচেলোত্তি যদিও বলেছেন, ''জিততেই হবে এমন প্রত্যাশার চাপ নেই তাংর উপরে। ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিলে তিনি কেবল রিয়াল মাদ্রিদের দায়িত্বই নেবেন।''

এদিকে বছর দুয়েকের কাছে জাতীয় দলে নেই নেইমার। তাঁর ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোট সেই সম্ভাবনায় জল ঢেলে দেয়। ব্রাজিলের তারকা ফুটবলার বলছেন, চোট নয়, অন্য কারণে তাঁর জায়গা হয়নি জাতীয় দলে। নেইমারকে নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে।

ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপে নেইমার দলে জায়গা পাবেন। তবে সেই জন্য তাঁকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে কিছু। দলে ফিরতে হলে শারীরিক দিক থেকে নেইমারকে একশো শতাংশ ফিট থাকতে হবে।

ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার শেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। তার পর বহুবার চেষ্টা করেও নেইমার আর জাতীয় দলে ফিরতে পারেননি। অ্যানচেলোত্তি কোনও রকম রাখ ঢাক না করে বলেছেন, ''নেইমারের প্রতিভা সম্পর্কে সবাই জানেন। আধুনিক ফুটবলে প্রতিভা কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট ফুটবলারকে শারীরিক দিক থেকে ফিট থাকতে হয়। শারীরিক দিক থেকে একশো শতাংশ ফিট হলে জাতীয় দলে ডাক পাওয়া সমস্যার হবে না।''

অ্যানচেলত্তি কোচ হয়ে ব্রাজিলের রিমোট কন্ট্রোল হাতে দাঁড়িয়েছেন চারটি ম্যাচে। বিশ্বকাপের আগে তাঁর হাতে আরও ৬টি ম্যাচ রয়েছে। ইতালিয়ান ম্যানেজার বলেছেন, ব্রাজিলের পর তিনি যদি কোন দলের দায়িত্ব নিতে চান তাহলে সেটি কেবল রিয়াল মাদ্রিদ

এদিকে নেইমার প্রসঙ্গে অ্যানচেলোত্তি বলেছেন,  ''সবাই চান নেইমার যেন জাতীয় দলে থাকে। শুধু থাকলে চলবে না। ভাল শারীরিক অবস্থায় যেন থাকে। আমার সঙ্গে নেইমারের কথা হয়েছে। আমি ওকে বলেছি, তোমার হাতে সময় আছে। দারুণ প্রস্তুতি নাও। বিশ্বকাপে দলকে সাহায্য কর। যাতে ব্রাজিল নিজের সেরাটা তুলে ধরতে পারে।'' 

আরও পড়ুন: রয়েছে বিরাট চমক, জন্মদিনে মোদিকে বিশেষ উপহার পাঠালেন মেসি