আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন লিওনেল মেসি। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। বিশ্বের সব প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জন্মদিনে তিনি পেলেন এক চমকে দেওয়া উপহার। প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসাবে নিজের সই করা জার্সি পাঠালেন লিওনেল মেসি। উল্লেখ্য, চলতি বছরের শেষেই ভারতে সফরে আসবেন আর্জেন্টাইন মহাতারকা। সেই সময়ে মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।


জানা গেছে, ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সময়ে যে কিট পরেছিল গোটা দল, সেই জার্সিতেই সই করে মোদির জন্য পাঠিয়েছেন মেসি। ৭৫ তম জন্মদিনে সেই জার্সি উপহার হিসাবে মোদির হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় ভক্তদের জন্যও বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মেসি। জীবনে প্রথমবারের জন্য মেসি পা রাখতে চলেছেন মুম্বই এবং দিল্লিতে। সেই সময়েই মোদির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর।


ডিসেম্বরে ভারতে আসবেন মেসি। ১৩ ডিসেম্বর কলকাতা দিয়ে সফর শুরু হচ্ছে তাঁর। এরপর মেসি যাবেন দিল্লি ও মুম্বইয়ে। 

 

আরও পড়ুন:‌ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন ফাইনালে নীরজ, প্রথম থ্রোয়েই বাজিমাত ...

প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় পর এটিই হবে মেসির প্রথম ভারত সফর। ২০১১ সালে যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা প্রীতি ম্যাচ খেলেছিলেন। যার স্মৃতি আজও আঁকড়ে রয়েছে কলকাতার মেসি ভক্তরা। জানা গেছে, ১২ তারিখ রাতে কলকাতায় আসার পর ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। শ্রীভূমির কাছে তাঁর ৭০ ফুটের একটি মূর্তি উন্মোচন করবেন। তারপর পৌঁছবেন ইডেন গার্ডেন্সে। সেখানে থাকবেন সৌরভ গাঙ্গুলিও। ইডেনের অনুষ্ঠান টিকিট কেটে সাধারণ দর্শক দেখতে পাবেন। 


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আলাদাভাবে পরিকল্পনা করছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান এর আগে নিশ্চিত করেছিলেন যে লজিস্টিক এবং ভেন্যু চূড়ান্ত করার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সঙ্গে আলোচনা চলছে। যদি মেসি অংশ নেন, তবে এর অর্থ মাত্র কয়েক সপ্তাহের ব্যবদানে দু’‌বার ভারত সফরে আসবেন মেসি। যা সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিরাটপ্রাপ্তি হতে চলেছে।

এটা ঘটনা, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে সোশ্যাল মিডিয়ায় আগেই জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অবশ্য প্রতিদ্বন্দ্বী এখনও ঘোষণা করা হয়নি। কোচিতে ৬০০০০ দর্শকের স্টেডিয়ামে ম্যাচটি হবে বলেই আপাতত জানা গেছে। বাংলার মতো কেরলেও ফুটবল নিয়ে উন্মাদনা কম নয়। ফুটবল বিশ্বকাপের সময় তার নমুনা দেখা গিয়েছে। মেসি এবং আর্জেন্টিনা যদি কেরলে আসে, তাহলে সে রাজ্যের ক্রীড়া মানচিত্র বদলে যাবে বলেই আশা ক্রীড়ামহলের। নভেম্বরের ওই ম্যাচে মেসি খেলবেন কিনা সেটা অবশ্য টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

তবে ডিসেম্বরে যে মেসি ফের ভারতে আসছেন তাতে কোনও সংশয় নেই। ডিসেম্বরের সফরে অবশ্য কোনও ম্যাচ খেলার কথা নয়। কলকাতা, আমেদাবাদ, দিল্লি, মুম্বইয়ে একাধিক ইভেন্টে অংশ নেওয়ার কথা লিওনেল মেসির।