বিগ বস ১৯-এর প্রতিযোগী তানিয়া মিত্তল আবারও খবরের শিরোনামে এসেছেন। কারণ তিনি নানাভাবে ইঙ্গিত দিয়েছেন যে, তাঁর প্রাক্তন প্রেমিক একজন বিধায়ক। সম্প্রতি শেহবাজ বাদেশা বাড়ির সকলকে বিনোদন দিতে মজার শায়েরি পড়ছিলেন। এরপর তানিয়া তাঁর সঙ্গে যোগ দিয়ে তার প্রাক্তন প্রেমিক সম্পর্কিত একটি শায়েরি বললেন, যা তাঁর পেশার ইঙ্গিত দেয়।
 
 
 তানিয়া যা বলেন বাংলায় তা অনুবাদ করলে দাঁড়ায়, “আজও চুপচাপ সে আমার সঙ্গে দেখা করতে আসে। আয়নায় তুমি যাকে দেখ, তা আমার নয়, তার মুখ।”
 
 এরপর তিনি আরও বললেন, “পুরো পৃথিবী বলেছিল সে আমার যোগ্য নয়। শেহবাজ, আমি কীভাবে বলব, পুরো দেশে তার মতো কোনও বিধায়ক নেই।”
 
 যখন শেহবাজ জানতে চাইলেন তার প্রাক্তন প্রেমিক কি বিধায়ক কি না, তানিয়া সরাসরি উত্তর দেননি। তবে তাঁর শায়েরি প্রকাশ করল সেই রহস্যময় ব্যক্তির পেশা। তানিয়া শোয়ে ইতিমধ্যে জানিয়েছিলেন যে তার দু’টি সম্পর্ক হয়েছে।
 
 তার এক প্রাক্তন প্রেমিক বলরাজ সিং সম্প্রতি খবরের শিরোনামে আসেন। তিনি তানিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক এবং শোয়ে তাঁর আচরণের সমালোচনা করেন। তিনি বলেন, “আমাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়নি কারণ তুমি আসলেই ভুয়ো। তোমার বড় সমস্যা হল সন্তুষ্টি। তুমি কাউকে কিছু বলার সময় তাকে বন্ধু বানাবে, পরে তাকে ছেড়ে দেবে এবং খারাপ আচরণ করবে।”
 
 
 তানিয়া দাবি করেছিলেন যে, তিনি শুধু রুপোর পাত্রে জল পান করেন। বলরাজ তাঁর সেই মন্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন, “এটা ঠিক নয়। সে প্লাস্টিকের বোতলে এবং গ্লাসেও জল খেয়েছে। হাসিঠাট্টার মধ্যে বলা বুঝতে পারি, কিন্তু আসল সত্য সামনে আসবে। বিগ বসের দর্শক সহজেই ভান বোঝে। যদি তানিয়া খেলায় দীর্ঘ সময় থাকতে চায়, তাকে অভিনয় ছেড়ে দিতে হবে।”
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং উদ্যোক্তা তানিয়া বিগ বসের ঘরে নিজেকে ‘হাই-মেইনটেনেন্স’ হিসেবে উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, রান্নাবান্না তাঁর কাজ নয়, তাঁর নিরাপত্তার জন্য রয়েছে প্রায় ১৫০ জন দেহরক্ষী, এমনকী অন্য প্রতিযোগীদেরও তাঁকে 'ম্যাডাম' বা 'বস' বলে সম্বোধন করতে হবে। তাঁর এই সব অহংকারী মন্তব্যেরও নিন্দা করেছিলেন বলরাজ। তানিয়ার তথাকথিত ‘আধ্যাত্মিক’ ইমেজকেও কটাক্ষ করেছেন বলরাজ। তাঁর কথায়, “তিনি নিজেকে স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সার বলে দাবি করেন, কিন্তু আসলে ধর্মকে ব্যবহার করছেন জনপ্রিয়তার জন্য। তবে সমালোচনার পাশাপাশি বলরাজ এও স্বীকার করেছেন, তানিয়ার ব্যবসায়িক বুদ্ধি ও জনপ্রিয়তা সত্যিই প্রশংসনীয়। তাঁর মতে, যদি তানিয়া নিজের আসল সত্তা দর্শকদের সামনে তুলে ধরেন, তাহলে মানুষ আরও বেশি করে তাঁর সঙ্গে সংযোগ অনুভব করবে।
