আজকাল ওয়েবডেস্ক: গণবিবাহের উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত। কিন্তু আবেদনের বহরে তাজ্জব কাণ্ড। শেষমেষ পুরুষদের আবেদনগ্রহণ বন্ধ করে দিতে বাধ্য হল পঞ্চায়েত! কেন?
কেরলের কান্নুর জেলার পায়াভুর গ্রাম পঞ্চায়েত তরুণদের বিয়েতে সহায়তা করার জন্য একটি গণবিবাহের উদ্যোগ শুরু করেছে। সেখানে পুরুষদের উপচে পড়া আবেদন। কিন্তু, সাড়া মিলছে না মহিলাদের। অসম আবেদনের বহর এতটাই প্রকট যে এখন দিশাহার পঞ্চায়েত কর্তারা।
'পায়াভুর মঙ্গল্যম' নামে এই কর্মসূচিতে সকল বর্ণ ও ধর্মের পুরুষ ও মহিলাদের গণবিবাহের জন্য নাম নথিভুক্ত করতে আমন্ত্রণ জানানো হয় পায়াভুর গ্রাম পঞ্চায়েতের তরফে। ক্রমবর্ধমান আর্থিক চাপ, সামাজিক প্রত্যাশার পরিবর্তন এবং ব্যক্তিগত অগ্রাধিকার পরিবর্তনের কারণে বিবাহ ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ফলে তরুণদের সহায়তার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করছে ওই গ্রাম পঞ্চায়েত।
আবেদনপত্র নেওয়া চালু হলে দেখা যায়, তিন হাজারের বেশি পুরুষ বিবাহের জন্য নাম নথিভুক্ত করেছে। বিপরীতে মাত্র ২০০ জন মহিলা সেখানে নাম লিখিয়েছে। এই প্রবল পার্থক্যের জেরে, পঞ্চায়েত সাময়িকভাবে পুরুষদের কাছ থেকে আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। তবে মহিলাদের বেশি বেশি নামনথিভুক্ত করাকে স্বাগত জানিয়েছে।
পঞ্চায়েত কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, কিছু আবেদন পার্শ্ববর্তী জেলা থেকেও এসেছে, যা আগ্রহের মাত্রা প্রতিফলিত করে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা আবেদনপত্রটি সিঙ্গেল উইমেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমেও জমা দেওয়া যেতে পারে যাতে মহিলাদের জন্য প্রক্রিয়াটি সহজ হয়।
পঞ্চায়েত সভাপতি সাজু জেভিয়ার বলেন, এই অক্টোবরে গণবিবাহ আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন যে, তরুণ দম্পতিদের আর্থিক বাধা অতিক্রম করতে এবং সম্প্রদায়ের সহায়তায় তাঁদের বিবাহিত জীবন শুরু করতে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন- সাংসদ উজ্জ্বল নিকমকে বিশেষ প্রসিকিউটর পদ থেকে অপসারণের দাবি, আদালতের দ্বারস্থ খুনের আসামি!
আরও পড়ুন- জিএসটি সংস্কার: দাম কমছে মাদার ডেয়ারি, আমূল দুধের?
