আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে সরকারি ও বেসরকারি সব ধরনের স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে মেনস্ট্রুয়াল হেলথকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পার্দিওয়ালা ও আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, ‘ঋতুস্বাস্থ্যের অধিকার সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের আওতায় জীবনের অধিকারের অংশ।’
শীর্ষ আদালতের তরফে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে, যদি কোনও বেসরকারি স্কুল এই নির্দেশ না মানে সেক্ষেত্রে তাদের স্বীকৃতি পর্যন্ত বাতিল করা হতে পারে।
একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সব স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা রাখতে হবে।
শুধু তাই নয়, সরকারি হোক বা বেসরকারি সব স্কুলেই প্রতিবন্ধী-বান্ধব শৌচালয় থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে আদালত। শীর্ষ আদালতের বেঞ্চের তরফে আরও জানানো হয়েছে, যদি রাজ্য সরকার বা সংশ্লিষ্ট প্রশাসন ছাত্রীদের জন্য শৌচালয় ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তবে তার দায়ভারও সরকারকেই নিতে হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে জয়া ঠাকুরের দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর দায়ের হওয়া এই মামলায়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির কিশোরী ছাত্রীদের জন্য কেন্দ্র সরকারের ‘মেনস্ট্রুয়াল হাইজিন পলিসি ফর স্কুল-গোয়িং গার্লস’-এর সার্বিক ও বাধ্যতামূলক বাস্তবায়নের দাবি জানানো হয়েছিল।
