আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মহিলা সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার ঋতুশ্রাবকালীন ছুটির (মেন্সট্রুয়াল লিভ) ব্যবস্থা করল কর্ণাটক সরকার। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার বিকাশ সুরলকার এই মর্মে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছেন।

মূলত কর্মক্ষেত্রে মহিলাদের উৎসাহ ও কর্মক্ষমতা বাড়াতে ২০২৫ সালের নভেম্বর মাসেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার। সেই নির্দেশ মেনেই এবার শিক্ষা দপ্তরের কর্মীদের জন্য মাসে একদিন করে বছরে মোট ১২ দিনের সবেতন ঋতুকালীন ছুটি মঞ্জুর করা হলো। ১৮ থেকে ৫২ বছর বয়সী মহিলা কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন।

 

এক নজরে ছুটির নিয়মাবলী:

প্রতি মাসের জন্য বরাদ্দ একদিনের ছুটি সেই মাসেই নিতে হবে। কোনও মাসের ছুটি জমিয়ে রেখে পরের মাসে ব্যবহার করা যাবে না।

এই ছুটি পাওয়ার জন্য কোনও চিকিৎসকের সার্টিফিকেটের প্রয়োজন নেই।

স্কুল বা দপ্তরে ক্যাজুয়াল লিভ (CL) যাঁরা মঞ্জুর করেন, তাঁরাই এই ছুটি দেবেন। তবে হাজিরা খাতায় ঋতুকালীন ছুটির হিসেব রাখতে হবে সম্পূর্ণ আলাদাভাবে।

এই ছুটির সঙ্গে অন্য কোনও ধরনের ছুটি মিলিয়ে নেওয়া যাবে না।

ছুটি নেওয়ার আগে অফিসের জরুরি ফাইল বা অন্যান্য কাজ থাকলে তা সংশ্লিষ্ট আধিকারিককে বুঝিয়ে দিয়ে যেতে হবে, যাতে কাজের কোনও ক্ষতি না হয়।

সরকারি নির্দেশ আসার পর থেকেই শিক্ষা দপ্তরের যোগ্য মহিলা কর্মীদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে।