আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় শুভমন গিলকে সহ অধিনায়ক করায় ভারতীয় ক্রিকেটে আলোড়ন পড়ে যায়। এর ফলে নতুন বার্তা পৌঁছে দেওয়া হয় সূর্যকুমার যাদবকে। হয়তো কড়া এবং রুক্ষ। অধিনায়ক হিসেবে ৮০ শতাংশ ম্যাচ জিতেছেন সূর্য। কিন্তু অজিত আগরকর এশিয়া কাপে তাঁর ডেপুটির নাম ঘোষণা করা মাত্র, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত স্পষ্ট হয়ে যায়। অধিনায়কের কাজ শুধু সিরিজ জেতা নয়, রান করাও। অধিনায়ক হিসেবে ২২ ম্যাচ খেলেছেন সূর্য। ৫৫৮ রান করেন। গড় ২৬.৫৭। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং চারটে অর্ধ শতরান। কিন্তু নেতৃত্বের ভার কাঁধে চাপার পর পারফরম্যান্স গ্রাফ পড়ে গিয়েছে। নেতৃত্বের আগে ৬১ ম্যাচে ২০৪০ রান করেন। গড় ৪৩.৪০। ছিল তিনটে শতরান এবং ১৭টি অর্ধশতরান। 

গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ রানের পর সূর্যের ব্যাটে কোনও উল্লেখযোগ্য রান নেই। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ডাহা ব্যর্থ। সিরিজে মাত্র ২৮ রান করেন। সর্বোচ্চ ২১। তারমধ্যে ছিল জোড়া শূন্য। এশিয়া কাপের আগে নিজের ব্যাটিংয়ে নজর দিতে বলা হয় তাঁকে। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলাকালীন, সূর্যকুমারের অধিনায়ক ছিলেন ওয়াসিম জাফর। তিনিও প্রাক্তন সতীর্থের ফর্মে চিন্তিত। জাফর বলেন, 'ভারতকে নেতৃত্ব দেওয়ার সময় সূর্যর রান না পাওয়া চিন্তার বিষয়। শেষ কয়েকটা আন্তর্জাতিক ম্যাচে, স্কোয়ারের পেছনে লেগ সাইডে রান তোলার চেষ্টা করে। শট বাছাই ঠিক ছিল না। তবে ও নিজের খেলার দিকে নজর দিয়েছে। আইপিএলে ও সম্পূর্ণ অন্য প্লেয়ার ছিল। অফসাইডেও রান পায়। সূর্য উইকেটের চারিদিকে শট মারলে, বোলারদের কিছু করার থাকে না। ভয়ঙ্কর ব্যাটার। বোলারদের ভুল করার জায়গা থাকে না। ও আইপিএলে ভাল করেছে। আশা করছি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।' 

গত মরশুমে দারুণ ফর্মে ছিলেন সূর্য। ১৬ ইনিংসে ৭১৭ রান করেন। তবে এশিয়া কাপ সম্পূর্ণ ভিন্ন প্রতিযোগিতা। প্রচুর চাপ থাকে। শুধু সঠিক ব্যাটিং অর্ডার বেছে নেওয়া বা টিম কম্বিনেশন নয়, ব্যাটার‌ হিসেবে রান পাওয়ার চ্যালেঞ্জ থাকবে। এশিয়া কাপের দলে চারজন অধিনায়ক রয়েছে। হার্দিক পাণ্ডিয়া এবং যশপ্রীত বুমরা আগে নেতৃত্ব দিয়েছে। গিলকে তৈরি করা হচ্ছে। এতে কি দলের মধ্যে সমস্যা হতে পারে? তেমন মনে করছেন না প্রাক্তন তারকা। ওয়াসিম জাফর বলেন, 'প্রত্যেক সফর, প্রত্যেক সিরিজে সহ অধিনায়ক থাকে। তারমানে এই নয় যে অধিনায়ক চাপে আছে। বুমরা প্রত্যেক সিরিজে খেলতে পারবে না, তাই ওকে অধিনায়ক করা হয়নি। বর্তমানে হার্দিককে নিয়ে ভাবা হচ্ছে না। যার ফলে শুভমন এবং শ্রেয়স ছাড়া কোনও বিকল্প থাকছে না।' হারানো ম্যাজক কি খুঁজে পাবেন সূর্য? সেদিকেই তাকিয়ে জাফর সহ অন্যান্য প্রাক্তনীরা। খারাপ পর্বের ছায়া থেকে বেরিয়ে নতুন সূর্যোদয় দেখার অপেক্ষায় টিম ইন্ডিয়া।