আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভারতীয় তিরন্দাজিতে রচিত হল নতুন ইতিহাস। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ফ্রান্সকে রুদ্ধশ্বাস ফাইনালে ২৩৫-২৩৩ পয়েন্টে হারিয়ে দেশের প্রথম সোনার পদক ভারতের ছেলেরা। ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগের ত্রয়ী শুরুতে পিছিয়ে পড়লেও (প্রথম রাউন্ড শেষে ৫৭-৫৯), দ্বিতীয় রাউন্ডে টানা ছয়টি পারফেক্ট ১০ করে ম্যাচে ফেরে ভারত। তিন রাউন্ড শেষে স্কোর ছিল সমান সমান ১৭৬-১৭৬। শেষ রাউন্ডে ফরাসিরা দুটি ৯ মেরে নিজেরাই নিজেদের চাপে ফেলে দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাঙ্কর হিসেবে নামা প্রথমেশ ফুগে শেষ তীরটিতে নিখুঁত পয়েন্টার ১০ মেরে নিশ্চিত করেন ভারতের ঐতিহাসিক সোনা।

 ভারতের প্রধান কম্পাউন্ড কোচ জীবনজ্যোত সিং তেজা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এটা শুধু ফুগের কৃতিত্ব নয়। তিনজনই মানসিক দৃঢ়তা দেখিয়েছে এবং একে অপরকে দারুণভাবে সাপোর্ট করেছে চাপের মধ্যে থেকেও’। কোচ আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শুটিং অর্ডার বদলানোই ছিল টার্নিং পয়েন্ট। সেখানে যাদবকে প্রথমে, সাইনিকে দ্বিতীয়তে ও ফুগেকে শেষ তীরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় ত্রয়ী। ২৩ বছরের ঋষভ যাদবের জন্য এই সোনার পদক জয় ছিল দুর্দান্ত এক সাফল্য। এর আগেই অভিজ্ঞ জ্যোতি সুরেখা ভেন্নামের সঙ্গে জুটি বেঁধে মিক্সড টিম ইভেন্টে রৌপ্য জিতেছেন তিনি।

ফাইনালে মাত্র দুই পয়েন্টে (১৫৫-১৫৭) হেরেছিলেন বিশ্বের এক নম্বর স্থানে থাকা নেদারল্যান্ডসের মাইক শ্লোসার ও সানে দে লাটের জুটির কাছে। প্রথম বিশ্বকাপ পদক জেতার পর এই বছরই যাদবের ঝুলিতে যোগ হল এক আসরে দুটি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক। এবার তিনি লক্ষ্য রাখছেন ব্যক্তিগত ইভেন্টে সাফল্যের দিকে। তবে ছেলেরা সাফল্য পেলেও হতাশ করেছে ভারতীয় মহিলাদের কম্পাউন্ড দল। তারা প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে ২২৯-২৩৩ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। টানা আট বছর ধরে (২০১৭ থেকে) মেয়েদের দল পোডিয়ামে থাকলেও এবারে ভেঙে গেল সেই রেকর্ড। তবুও কোরিয়ার গওয়াংজুতে প্রথম সপ্তাহান্তেই ভারতীয় তীরন্দাজদের ঝুলিতে একটি ঐতিহাসিক সোনা ও একটি রূপো জয় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বিশ্ব তিরন্দাজিতে ভারতের কম্পাউন্ড আর্চারদের শক্তি দিন দিন বেড়ে চলেছে।