আজকাল ওয়েবডেস্ক: বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদে থাকছেন অজিত আগরকর। কিন্তু টিম ইন্ডিয়ার সিনিয়র নির্বাচক কমিটিতে দুটো ফাঁকা জায়গা আছে। ১০ সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন। পাঁচ সদস্যের প্যানেলে জায়গা পাওয়ার জন্য আবেদন করলেন প্রবীণ কুমার। শুক্রবার জাতীয় নির্বাচক হওয়ার দাবি করেন প্রাক্তন ভারতীয় পেসার। নির্বাচক কমিটিতে মধ্যাঞ্চলকে প্রতিনিধিত্ব করেন সুব্রত ব্যানার্জি। গত বছর থেকে উত্তর প্রদেশের সিনিয়র দলের মূখ্য নির্বাচকের ভূমিকায় প্রবীণ। একটি সূত্রের খবর অনুযায়ী, 'মধ্যাঞ্চলের হয়ে বোর্ডের নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন প্রবীণ কুমার। এবার দেখার আরও কারা এই পোস্টের জন্য আবেদন করবে। আর পাঁচদিন পর সময়সীমা শেষ হয়ে যাবে।' 

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, টিম ইন্ডিয়ার সিনিয়র দলের নির্বাচক হওয়ার জন্য আবেদন করতে হলে, অন্তত পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হবে। এছাড়াও অন্তত সাতটি টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ বা ১০টি একদিনের আন্তর্জাতিক বা ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে। শেষ পাঁচ বছর বিসিসিআইয়ের ক্রিকেট কমিটিতে থাকা চলবে না। অজিত আগরকর ছাড়া এসএস দাস এবং অজয় রাত্রা নির্বাচক কমিটির সদস্য। শোনা গিয়েছিল, নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন আরপি সিংও। কিন্তু এখনও পর্যন্ত আবেদন করেননি। বোর্ডের সূত্র বলেন, 'ডেডলাইন এগিয়ে আসছে। ও আর আবেদন করবে কিনা বোঝা যাচ্ছে না।' 

প্রবীণ কুমার ভারতের হয়ে ছটি টেস্ট খেলেছেন। ৬৮ একদিনের ম্যাচে খেলেন। টি-২০ খেলেছেন দশটি। ২০০৭ থেকে ২০১২ ভারতের জার্সিতে খেলেন। তুলে নেন ১১২ উইকেট। দক্ষিণাঞ্চল থেকে নির্বাচক হওয়ার জন্য আবেদন করেন প্রজ্ঞান ওঝা। ভারতের হয়ে তিনি ২৪টি টেস্ট খেলেছেন। এছাড়াও ১৮টি একদিনের ম্যাচ এবং ৬টি টি-২০ খেলেন। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত ভারতের হয়ে খেলেন। ১৪৪ উইকেট নেন। বর্তমানে ২০২৩ সাল থেকে দক্ষিণাঞ্চলের প্রতিনিধি এস শরৎ। ছেলেদের নির্বাচক কমিটির পাশাপাশি, মেয়েদের নির্বাচক কমিটি এবং জুনিয়রদের নির্বাচক কমিটির জন্যও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। দুটোরই ডেডলাইন ১০ সেপ্টেম্বর। 

প্রসঙ্গত, আগামী বছরের জুন পর্যন্ত অজিত আগরকরের চুক্তি বাড়ানো হয়েছে। বোর্ডে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু বিসিসিআই তাঁর ওপরই আস্থা রাখে। তাঁর জমানায় গতবছর টি-২০ বিশ্বকাপ এবং এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ আইপিএলের আগেই তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বোর্ডের এক কর্তা বলেন, 'ওর জমানায় ভারতীয় দল খেতাব জিতেছে। পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। বিসিসিআই ওর চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কয়েক মাস আগে এই প্রস্তাব মেনে নিয়েছে আগরকর।' তবে নিজের নির্বাচক কমিটিতে দু'জন নতুন সদস্য পাবেন আগরকর।