আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি সাম্প্রতিক ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে, কখনও কখনও ইন্টারনেট কেবল সমস্ত তথ্য জানতেই নয়, বরং তা জীবন রক্ষাও করতে পারে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ঘটনাটি একটি ছোট্ট শিশু কেন্দ্রিক। অত্যাধিক সাহস ও উপস্থিত বুদ্ধির জন্য এই শিশু প্রশংসা কুড়িয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে পেড্ডাপল্লি জেলার সুলতানাবাদ এলাকায়। যাকে কেন্দ্র করে ঘটে তাঁর নাম চার্মি। তিনি দুর্ঘটনাবশত একটি গাড়ির ভেতর লক হয়ে পড়েন। খবর অনুযায়ী, মাঞ্চেরিয়ালের বাসিন্দা চার্মি।ঘটনার দিন তাঁর পরিবারের সদস্যরা একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে রাজীব হাইওয়ের পাশে একটি মিষ্টির দোকানের সামনে গাড়ি থামান। তখন অসতর্কতাবশত চার্মিকে গাড়ির ভেতরে রেখে যান তিনি, এমনকী চাবিও গাড়ির মধ্যেই ফেলে রেখে পরিবারের সদস্যরা গাড়ির বাইরে চলে যান।
এরপর যা ঘটে তা ভয়ানক আতঙ্কের ছিল। প্রায় আধা ঘণ্টা ধরে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মুক্ত করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যান। পরিবারের চেঁচামেচি দেখে স্থানীয়রাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। এমনকী কেউ কেউ গাড়ির কাঁচ ভাঙারও চেষ্টা করেন। কিন্তু সময় যত বাড়ছিলো, বদ্ধ গাড়ির ভেতর চার্মির অবস্থা তত খারাপ হচ্ছিল। প্রবল গরমে চার্মির শরীর ঘেমে উঠেছিল। তাঁর নিঃশ্বাস ক্রমে ধীর হয়ে আসছিল। কাজেই পরিবারের সদস্যদের দুশ্চিন্তা চরমে পৌঁছয়।
ঠিক সেই মুহূর্তে স্থানীয় এক তরুণ এগিয়ে আসেন তাঁদের গাড়ির কাছে। এহেন পরিস্থিতি দেখে তিনি একটি সহজ এবং একইসঙ্গে অসাধারণ একটি ধারণা দেন। জানা গিয়েছে তিনি গাড়ির বাইরে থেকে চার্মিকে একটি ইউটিউব ভিডিও দেখান। ভিডিওটিতে গাড়ির ভেতর থেকে কীভাবে লক খুলতে হয়, তার কৌশল দেখানো হয়। আশ্চর্যের বিষয়, ছোট্ট চার্মি সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখে ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করেন। এরপর নিজেই গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন।
দরজা খুলতেই পরিবারের সদস্যরা দৌড়ে এসে তাঁকে জড়িয়ে ধরেন। সম্ভাব্য এক মর্মান্তিক ঘটনা মুহূর্তেই আনন্দ আর স্বস্তিতে
পরিণত হয়। ঘটনার জেরে উপস্থিত সবাই হাঁফ ছেড়ে বাঁচে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই শিশুটির ধৈর্য ও সাহসের প্রশংসা করেন। আবার কেউ কেউ প্রশংসা করেন ওই তরুণের, যিনি ইউটিউব ভিডিও দেখানোর মতো উপস্থিত এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেন।
ঘটনার প্রেক্ষিতে একজন মন্তব্য করে বলেন, 'প্রযুক্তি দু’ভাবেই ব্যবহার করা যায়। তুমি কোনটা বেছে নেবে, সেটা তোমার ব্যাপার।' আরেকজন আবার লেখেন, 'ইউটিউবে মনে হয় সব সমস্যারই সমাধান আছে।' আর একজন সুন্দরভাবে সারমর্ম তুলে ধরেন, 'আধুনিক সমস্যা, আধুনিক সমাধান।'
চার্মির এই ঘটনায় সাহস, ধৈর্য এবং উপস্থিত বুদ্ধি প্রতিটির ছবি স্পষ্ট হয়ে ওঠে৷ অনেকে ঘটনার প্রেক্ষিতে মনে করিয়ে দেন, এহেন সাহস ধৈর্য ও উপস্থিত বুদ্ধি যেকোনও কঠিন পরিস্থিতিকে মুহূর্তে আনন্দ ও ইতিবাচক পরিণতিতে রূপ দিতে পারে।
