আজকাল ওয়েবডেস্ক: এভাবেই হয়তো কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া যেতে পারে। এটি সামনে আসতেই প্রতিটি মাধ্যমে বিরাট ভাইরাল হয়ে গেল। এক যুগল গুয়াতেমালার অ্যাকাটেনাঙ্গো আগ্নেয়গিরিতে তাঁদের শ্বাসরুদ্ধকর মুহূর্তটি শেয়ার করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে, আর দর্শকরা আবেগে ভেসে গেছেন এই রোমান্টিক দৃশ্য দেখে।
ভিডিওতে দেখা যায়, জাস্টিন লি তাঁর প্রেমিকা মরগানকে একটি আগ্নেয়গিরির সামনে হাঁটু গেড়ে বসে প্রস্তাব দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরিত হয়, চারদিকে লাল জ্বালা ও ধোঁয়া। একটি নাটকীয় এবং অসাধারণ রোমান্সের পরিবেশ তৈরি করে।
মরগান প্রথমে ভিডিওটি ৬ জুন, ২০২৫-এ পোস্ট করেন।এরপর সেটি ১৮ আগস্ট ২০২৫-এ আবার পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। তাঁর ক্যাপশনে লেখা ছিল: পেছনে যে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হচ্ছে, সেটি হল ভলকান ফুয়েগো। আমরা ভীষণ ভাগ্যবান ছিলাম কারণ ভিডিওতে যে বিস্ফোরণটি দেখা যায় সেটাই ছিল সেদিনের প্রথম দৃশ্যমান অগ্নুৎপাত।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Morgan ???? (@missmorganalexa)
মরগান আরও জানান, গুয়াতেমালার আদিবাসী সংস্কৃতিতে এই আগ্নেয়গিরিকে আধ্যাত্মিক জগতের সঙ্গে এক পবিত্র যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়। এমন অগ্ন্যুৎপাতকে অলৌকিক শক্তির প্রকাশ এবং আচার-অনুষ্ঠান ও বলি প্রদানের এক শুভ সুযোগ হিসেবে দেখা হয়।
ভিডিওটি ১৮ আগস্ট, ২০২৫-এ পোস্ট করা হয়, এবং ততদিনে তা ৪০,০০০-এর বেশি ভিউ এবং ৪,০০০ লাইক পেয়ে যায়। এই বিয়ের প্রস্তাব সারা বিশ্বের দর্শকদের হৃদয় জয় করেছে। ইন্টারনেটজুড়ে মানুষ মুগ্ধ ও অভিভূত হয়েছে এই অবিস্মরণীয় মুহূর্ত দেখে।
এরপরই অনেকে মন্তব্য করেন, একেবারে যেন কোনো ফ্যান্টাসি বই থেকে উঠে এসেছে। আগ্নেয়গিরিটাও যেন আনন্দে ফেটে পড়েছে তোমাদের জন্য! আহ, আমি এটা ভীষণ ভালোবাসলাম!
আরেকজন লেখেন, বজ্রপাত, লাভা, ভালোবাসা, প্রশ্নটা, উত্তরটা—সব কিছু একসঙ্গে যেন নিখুঁত এক কবিতা।
অন্য আরেকজন লেখেন, একটু চোখে জলও চলে এল। দুজনকে এত খুশি দেখে মনটা ভরে গেল। অনেকেই মন্তব্য করেছেন, এটি এক জীবনে একবারই ঘটে এমন মুহূর্ত। আর যুগলটিকে ধন্যবাদ জানিয়েছেন এই মন্ত্রমুগ্ধ করা অভিজ্ঞতা শেয়ার করার জন্য।