আজকাল ওয়েবডেস্ক: এভাবেই হয়তো কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া যেতে পারে। এটি সামনে আসতেই প্রতিটি মাধ্যমে বিরাট ভাইরাল হয়ে গেল। এক যুগল গুয়াতেমালার অ্যাকাটেনাঙ্গো আগ্নেয়গিরিতে তাঁদের শ্বাসরুদ্ধকর মুহূর্তটি শেয়ার করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে, আর দর্শকরা আবেগে ভেসে গেছেন এই রোমান্টিক দৃশ্য দেখে।


ভিডিওতে দেখা যায়, জাস্টিন লি তাঁর প্রেমিকা মরগানকে একটি আগ্নেয়গিরির সামনে হাঁটু গেড়ে বসে প্রস্তাব দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরিত হয়, চারদিকে লাল জ্বালা ও ধোঁয়া। একটি নাটকীয় এবং অসাধারণ রোমান্সের পরিবেশ তৈরি করে।

আরও পড়ুন: নারীদেহ ছাড়াই জন্ম হবে সন্তান! চিনের এই কাজ বিশ্বজুড়ে সাড়া ফেলে দিল


মরগান প্রথমে ভিডিওটি ৬ জুন, ২০২৫-এ পোস্ট করেন।এরপর সেটি ১৮ আগস্ট ২০২৫-এ আবার পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। তাঁর ক্যাপশনে লেখা ছিল: পেছনে যে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হচ্ছে, সেটি হল ভলকান ফুয়েগো। আমরা ভীষণ ভাগ্যবান ছিলাম কারণ ভিডিওতে যে বিস্ফোরণটি দেখা যায় সেটাই ছিল সেদিনের প্রথম দৃশ্যমান অগ্নুৎপাত।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Morgan ???? (@missmorganalexa)