আজকাল ওয়েবডেস্ক: সর্বসম্মতিক্রমে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকেই উপরাষ্ট্রপতি পদের জন্য মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাতে সাড়া মিলল না। বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।
বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে পদোন্নতির আগে, বি সুদর্শন রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন। রেড্ডি ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করন।
'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন হল আদর্শ ও নীতির লড়াই। সমস্ত বিরোধী দল একমত। গণতান্ত্রিক মূল্যবোধ আক্রমণের মুখে। 'ইন্ডিয়া' জোটের প্রত্যেকটি দল উপরাষ্ট্পতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি খুশি যে সমস্ত বিরোধী দল একটি নামে একমত হয়েছে। এটি গণতন্ত্রের জন্য একটি বড় অর্জন।"
মনোনীত প্রার্থীর যোগ্যতা তুলে ধরে তিনি খাড়গে আরও বলেন, "বিচারপতি বি সুদর্শন রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একজন সমর্থক।"
আরও পড়ুন: ইন্ডিয়া শিবিরের প্রধানমন্ত্রী মুখ রাহুলই! বিহারে জোটের গোপন কথা বলে ফেললেন লালু-পুত্র?
ইন্ডিয়া টুডে টিভির সঙ্গে একান্তে কথা বলতে গিয়ে বিরোধী জোটের বি সুদর্শন রেড্ডি বলেন, "আমি এনডিএ-সহ সকল দলের কাছে আমাকে সমর্থন করার জন্য আবেদন করছি।" আসন্ন নির্বাচন সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে রেড্ডি ইন্ডিয়া টুডে টিভিকে বলেন যে, বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি ভারতের ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করবেন।
সূত্রের মতে, সিপি রাধাকৃষ্ণাণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা আসলে বিজেপির সুচারু কৌশল। দক্ষিণ ভারতে প্রভাব বিস্তারে মরিয়া পদ্ম বাহিনী। তাই তামিল রাধাকৃষ্ণণকে প্রার্থী করে একদিকে তামিল অস্মিতাকে উস্কে দিতে চেয়েছে গেরুয়া শিবির, অন্য দিকে বিপদে ফেলতে চেয়েছে তামিলনাড়ুর শাসক দল তথা 'ইন্ডিয়া' জোটের শরিক ডিএমকে-কে।
এবার জন্মসূত্রে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা প্রাক্তন বিচারপতি বি সুদর্শনকে প্রার্থী করে পাল্টা চাল দিল 'ইন্ডিয়া' জোটও। যা কার্যত এনডিএ-এর দাক্ষিণাত্য নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হল। টোল পড়ল না বিরোধী জোটেও।
আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন হবে।
