আজকাল ওয়েবডেস্ক: সারাদিনের ক্লান্তি দূর করতে স্নানঘরে ঢুকেই শাওয়ারের তলায় দাঁড়িয়েছিলেন যুবক। স্নানের মাঝেই হঠাৎ ঘটল বিপত্তি। পিছনে ঘুরতেই টের পেলেন, স্নানঘরের জানলা দিয়ে কিছু একটা উঁকি দিচ্ছে। খানিকক্ষণ পরেই জানলা দিয়ে সে মুখ ঢুকিয়ে দেয় স্নানঘরে। সেই প্রাণীর চোখে চোখ পড়তেই রীতিমতো ভিরমি খেলেন যুবক।
কী দেখতে পেলেন স্নানঘরের জানলায়?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, এই যুবক স্নানঘরে স্নান করছিলেন। আচমকা সেই স্নানঘরের খোলা জানলা থেকে উঁকি দেয় একটি বাঘ। কিছুক্ষণের মধ্যেই স্নানঘরে সেই বাঘটি ঢোকার চেষ্টা করে। গোটা শরীর ছোট জানলা দিয়ে ঢুকতে না পারায়, শুধুমাত্র মুখটি স্নানঘরের মধ্যে ঢুকিয়ে দেয়।
সেই জানলা দিয়েই যুবককে দেখে বাঘটি। স্নানঘরের জানলা দিয়ে বাঘটি মুখ ঢুকিয়ে দেওয়ার পরেই ভয়ে সিঁটিয়ে যান যুবক। শাওয়ারের তলায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেন। যদিও সেই মুহূর্তেও ভিডিও করতেও ভোলেননি তিনি। যে সময় থেকে বাঘটি স্নানঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছিল, তখন থেকেই মুখ ঢুকিয়ে দেওয়া পর্যন্ত, মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন ওই যুবক।
জানা গেছে, ঘটনাটি ভারতেই ঘটেছে। কিন্তু ঘটনাস্থলটি কোথায়, তা এখনও জানা যায়নি। সম্ভবত কোনও একটি অভয়ারণ্য বা জঙ্গলের কাছাকাছি জনবসতি এলাকায় ঘটনাটি ঘটতে পারে। সেই জঙ্গল থেকেই হয়তো বাঘটি বেরিয়ে এসেছিল। শেষমেশ ওই বাড়ির স্নানঘরে ঢোকার চেষ্টা করে।
সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একজন লিখেছেন, 'ভারতে, বন্যপ্রাণীরা ঘরের মধ্যে, শহরের মধ্যে ঘোরাঘুরি করছে, এই ঘটনা বিরল নয়। বিশেষত জঙ্গল, অরণ্যের কাছাকাছি এলাকায়। তবে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, এক যুবক স্নানঘরে স্নান করার সময়েই, ওই ঘরের জানলা দিয়ে ঢোকার চেষ্টা করে একটি বাঘ। বাঘ ও যুবকের চোখে চোখ পড়তেই দুজনেই চমকে ওঠেন। খানিকক্ষণ একে অপরের দিকে তাকিয়েও ছিলেন। বাঘ ও যুবক দুজনেই হকচকিয়ে যান। তবে ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর কথা।'
ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়ানোর কথা। ভয়ও পাওয়ার কথা। কিন্তু ভিডিওটি দেখে মজার মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'আমি এই মুহূর্তের সম্মুখীন হলে, চিৎকার করে হয়তো মরেই যেতাম। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, বাঘটি খুব মিষ্টি দেখতে।'
