আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি সৌরভ ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা দেবী। মঙ্গলবার রাতে তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে নিরুপা দেবীর। সতর্কতা অবলম্বন করেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছেচিকিৎসকরা জানিয়েছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।

এদিকে ঘরোয়া ক্রিকেটে রাশিকৃত রান করেও অভিমন্যু ঈশ্বরন ইংল্যান্ড সফরে প্রথম একাদশে ঢুকতে পারেননি। এই প্রেক্ষিতে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অভিমন্যুকে নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ''ওর এখনও বয়স রয়েছে। আমার বিশ্বাস সুযোগ পাবে ও।''

ইংল্যান্ড সফর দেখার পরে সৌরভের মনে হয়েছে তিন নম্বর পজিশনটা এখনও পাকাপাকিভাবে কেউ দখল করতে পারেননি। ওই তিন নম্বরেই ঈশ্বরনকে পরীক্ষা করা যেতে পারে। 

আরও পড়ুন: 'লড়াই করে প্রতিষ্ঠা পেয়েছি, ১৭ তারিখ আমরাই জিতব', ডার্বির আগে হুঙ্কার ইস্টবেঙ্গল শীর্ষকর্তার ...

সৌরভ বলছেন, ''যশস্বী, লোকেশ রাহুল, গিল, পন্থ, জাদেজা এরা সবাই রান পেয়েছে। কেবল তিন নম্বর স্থানটাই পাকাপাকি নয়। ওখানে অভিমন্যুকে পরীক্ষা করা যেতে পারে।''

ইংল্যান্ড সফরে দু'জন ব্যাটারকে তিন নম্বরে নামানো হয়েছে। এই দু'জন হলেন সাই সুদর্শন ও করুণ নায়ার। তাঁরা ইংল্যান্ড সফরে গিয়ে হাফ সেঞ্চুরি করেন। করুণ নায়ারের কাছ থেকে প্রত্যাশা বেশি ছিল। কিন্তু প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ।

এদিকে অভিমন্যু ঈশ্বরনকে ধৈর্য ধরতে বলেছেন বাংলার প্রাক্তন কোচ অরুণ লাল। তাঁর ফিটনেস অধ্যবসায়ের প্রশংসায় অরুণলাল। তিনি বলছেন, ''ঈশ্বরন যথার্থ অর্থেই একজন টিমম্যান। দুর্দান্ত ফিল্ডারফিটনেসও বেশ ভাল।''

সৌরভ থেকে অরুণ লাল সবাই কিন্তু ঈশ্বরনের পাশেই দাঁড়াচ্ছেন। সুযোগ আসবে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে বলছেন প্রাক্তনরা। 

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে আগুন জ্বালানো নাচ রোহিতের, হিটম্যানের সেই ভিডিও নিমেষে ভাইরাল