আজকাল ওয়েবডেস্ক: ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে পেল্লাই সব ছক্কা হাঁকাতে পারেন। তিনি আবার অনুষ্ঠানে নাচতেও পারেন। হিটম্যানের নাচের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ২০২৩ সালের। রোহিতের স্ত্রী রীতিকার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে রোহিতকে নাচতে দেখা গিয়েছে।
বিয়ের অনুষ্ঠানে নাচার আগে ঘরে দীর্ঘক্ষণ অনুশীলন করেন হিটম্যান। ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে নাচছেন রোহিত। সেই সঙ্গে তাঁর নাচের অনুশীলনও দেখা যাচ্ছে।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ খেলেছিলেন। তারপর আর টিম ইন্ডিয়া একদিনের আন্তর্জাতিক খেলেননি। ফলে রোহিতেরও আর ওয়ানডে খেলা হয়নি। তবুও আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: 'লড়াই করে প্রতিষ্ঠা পেয়েছি, ১৭ তারিখ আমরাই জিতব', ডার্বির আগে হুঙ্কার ইস্টবেঙ্গল শীর্ষকর্তার ...
বাবর আজম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রান পাননি। ফলে তিনি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নেমে গেছেন তিনে। আর রোহিত উঠে এসেছেন দুইয়ে। আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। বিরাট কোহলি চার নম্বরেই রয়ে গিয়েছেন।
রোহিত ও বিরাট দু’জনেই দেশের হয়ে শেষ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাঁচ ম্যাচে রোহিত করেছিলেন ১৮০ রান। ভারতীয়দের মধ্যে রানের তালিকায় তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাবর আজম করেছেন মাত্র ৫৬ রান। প্রথম দশে ভারতীয় ব্যাটারদের মধ্যে আট নম্বরে রয়েছেন শ্রেয়স আইয়ার। আর ১৫ নম্বরে আছেন লোকেশ রাহুল। অর্থাৎ ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় প্রথম দশে আছেন চার ভারতীয়। শীর্ষে থাকা গিলের পয়েন্ট ৭৮৪। দুইয়ে থাকা রোহিতের পয়েন্ট ৭৫৬। চারে থাকা বিরাটের নম্বর ৭৩৬। আটে থাকা আইয়ারের পয়েন্ট ৭০৪।
অবসর জল্পনা সরিয়ে রেখে অনুশীলনে নেমে পড়েছেন রোহিত শর্মা। জিমে অভিষেক নায়ারের সঙ্গে ছবি পোস্ট করেছেন হিটম্যান। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন রোহিত। আইপিএল চলাকালীন রোহিত টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। টি–টোয়েন্টি বিশ্বজয়ের অব্যবহিত পরেই সেই ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন রোহিত। সেই রোহিত খেলবেন কেবল ওয়ানডে। তারই প্রস্তুতি নিচ্ছেন হিটম্যান।
ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীর চান না সিনিয়র ক্রিকেটাররা দলে থাকুন। ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই ক্রিকেটার কেবল ওয়ানডে খেলবেন। কিন্তু ২০২৭ বিশ্বকাপে দুই ক্রিকেটারের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।
২০২৭ সালের পঞ্চাশ ওভারের ফরম্যাটে কি তাঁরা সুযোগ পাবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চায় না পঞ্চাশ ওভারের ফরম্যাটে রোহিতের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকুক। এর মধ্যেই জল্পনা বাড়িয়ে দিয়েছে আইসিসি। রোহিতের যে ছবি তারা পোস্ট করেছে, তাতে অনেকেই মনে করতে শুরু করেছেন, ২০২৭ বিশ্বকাপে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সেই পোস্ট ঘিরে জল্পনা যখন তুঙ্গে, তখনই আইসিসি সেই পোস্ট মুছে ফেলে।
এই আবহেই রোহিতের নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: 'কামিন্সরা আমাদের খেলোয়াড়দের উলঙ্গ করে দিত', পাকিস্তানের লজ্জার হারের পরে শোয়েবের বোমা
