প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়ে চলেছে। সম্প্রতি তেমনই এক মাইকফলক ছুঁয়েছে চিন। সেদেশের বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এমন একটি কৃত্রিম কিডনি তৈরি করেছেন যা প্রাকৃতিক কিডনির মতোই শরীরে কাজ করতে সক্ষম। এই ল্যাব-গ্রো কিডনি রক্ত পরিশোধন, শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা এবং হরমোনের প্রতি সাড়া দেওয়ার মতো জটিল কাজও করতে পারে। গবেষকদের দাবি, এই কৃত্রিম কিডনির জীবন্ত অঙ্গের প্রায় সব মৌলিক কার্যক্ষমতাই রয়েছে। অর্থাৎ, এটি শরীরের ক্ষতিকর বর্জ্য পদার্থ ছেঁকে বার করতে পারবে, শরীরে লবণ ও খনিজের মাত্রা নিয়ন্ত্রণ করবে এবং প্রয়োজনীয় হরমোনের সংকেত অনুযায়ী সাড়া দেবে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ভবিষ্যতে কিডনি বিকল রোগীদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। 

কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। তাই সুস্থ থাকতে বৃক্কের হাল ঠিক রাখা জরুরি। মানুষের শরীরে কিডনির সংখ্যা দু’টি, তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ বাইরে থেকে পাওয়া যায় না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির সমস্যায় চিকিৎসায় দেরি হয়ে যায়। বর্তমানে কিডনি বিকলের প্রধান চিকিৎসা হল ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন, যা ব্যয়বহুল এবং সীমিত। কিন্তু ল্যাব-গ্রো কিডনি সফলভাবে ব্যবহার করা গেলে রোগীরা দীর্ঘমেয়াদে একটি বিকল্প ও কার্যকর সমাধান পেতে পারেন।

গবেষকদের দল জানিয়েছে, তাঁরা উন্নত টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে এই কিডনি তৈরি করেছেন। পরবর্তী ধাপে এর দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণী এবং পরবর্তীকালে মানুষের শরীরে পরীক্ষা চালানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রযুক্তি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে পৌঁছয়, তাহলে বিশ্বজুড়ে কিডনি প্রতিস্থাপনের চাহিদা অনেকটাই কমে আসবে।