আজকাল ওয়েবডেস্ক: দেশে ফিরে ফের মাঠে নেমে পড়েছেন রোহিত শর্মা। জিমে অভিষেক নায়ারের সঙ্গে ছবি পোস্ট করেছেন হিটম্যান। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন রোহিত। আইপিএল চলাকালীন রোহিত টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বজয়ের অব্যবহিত পরেই সেই ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন রোহিত। সেই রোহিত খেলবেন কেবল ওয়ানডে। তারই প্রস্তুতি নিচ্ছেন হিটম্যান।
ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীর চান না সিনিয়র ক্রিকেটাররা দলে থাকুন। ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই ক্রিকেটার কেবল ওয়ানডে খেলবেন। কিন্তু ২০২৭ বিশ্বকাপে দুই ক্রিকেটারের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।
আরও পড়ুন: আইসিসি মাসের সেরা প্লেয়ার, আরও একটি রেকর্ড গিলের
২০২৭ সালের পঞ্চাশ ওভারের ফরম্যাটে কি তাঁরা সুযোগ পাবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চায় না পঞ্চাশ ওভারের ফরম্যাটে রোহিতের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকুক। এর মধ্যেই জল্পনা বাড়িয়ে দিয়েছে আইসিসি। রোহিতের যে ছবি তারা পোস্ট করেছে, তাতে অনেকেই মনে করতে শুরু করেছেন, ২০২৭ বিশ্বকাপে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সেই পোস্ট ঘিরে জল্পনা যখন তুঙ্গে, তখনই আইসিসি সেই পোস্ট মুছে ফেলে।
আগামী বছর ইংল্যান্ডে সাদা বলের সিরিজ খেলবে ভারতীয় দল। ক্রীড়াসূচিও প্রকাশিত হয়েছে। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত বিলেতে।
সেই সিরিজেরই ছবি পোস্ট করেছে আইসিসি। সেই ছবিতে রোহিতের পাশাপাশি রয়েছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের মুখও। অর্থাৎ দুই দলের দুই অধিনায়কের ছবি সম্বলিত ক্রীড়াসূচি প্রকাশ করেছে আইসিসি। আর আইসিসি-র এই ছবি নিয়ে দানা বেঁধেছে জল্পনা।
তবে কি ২০২৭ সালের বিশ্বকাপেও রোহিত কি অধিনায়ক থাকবেন ভারতের। ২০২৬ সালের জুলাইয়ে ইংল্যান্ডে সাদা বলের সিরিজ। সেখানে যদি রোহিত দলকে নেতৃত্ব দেন, তাহলে পরের বছরের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে হিটম্যানকে ক্যাপ্টেন দেখার সম্ভাবনাই বেশি। কারণ রোহিতকে সরিয়ে ভারত যদি ওয়ানডে ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক বেছে নেয়, তাহলে তাঁকে সময় দেওয়া প্রয়োজন।
তবে আইসিসির পোস্ট করা ছবি নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই সেই পোস্টটা সরিয়ে নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কেন সেই পোস্ট সরিয়ে নেওয়া হল, তার কারণ দর্শানো হয়নি।
আরও পড়ুন: সূর্যবংশীকে দেখে আঁতকে উঠেছিলেন সঞ্জু, এতদিন পরে ফাঁস করলেন অশ্বিনের ইউটিউব চ্যানেলে
