আজকাল ওয়েবডেস্ক: ভাইরাল গানে ইনস্টাগ্রাম রিলস বানানো নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা স্বামীর। যা ঘিরে নিজের বাড়িতে ডেকে স্বামীকে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী। অভিযোগ, এই খুনের কাণ্ডে তরুণীকে সাহায্য করেছে তার দুই বোন ও প্রেমিক।
ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। ২৫ বছরের মহেশ্বর কুমার রাই কলকাতায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। সাত বছর আগে রানিকে বিয়ে করেন মহেশ্বর। সম্প্রতি কলকাতা থেকে বিহারে বাড়িতে ফেরেন। তখনই স্ত্রীর রিলস বানানো নিয়ে আপত্তি জানান। তা থেকেই দুজনের ঝামেলা শুরু হয়।
রবিবার রাতে যুবককে নিজের বাড়িতে ডাকে রানি। মহেশ্বরের পরিবারের অভিযোগ, সেখানেই শ্বাসরোধ করে তাঁকে খুন করে রানি। স্বামী দূরে থাকে, এই সুযোগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিল রানি। রবিবার সেই প্রেমিক ও দুই বোনের সাহায্য নিয়ে স্বামীকে খুন করে সে।
খুনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রানিকে গ্রেপ্তার করেছে। দুই বোনকে এখনও জিজ্ঞাসাবাদ করছে।