ন'বছর পর মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। এই ছবির হাত ধরে আরও একবার দর্শক পর্দায় দেখবেন দেব-শুভশ্রীর জুটিকে। এই ছবি মুক্তি যেন মনের কোণে জমে থাকা অনেকদিনের না বলা কথাদের আশকারা পাওয়া। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। রবিবার সন্ধ্যায় শহরের পাঁচতারা রেস্তোরাঁয় হয়ে গেল প্রযোজক রাণা সরকারের সংস্থা ডিসিএম-এর ১৫ বছর পূর্তির উদযাপন। 

 

এই উদযাপনের সাক্ষী ছিলেন বহু টলি তারকা। এদিন আনন্দ-উৎসবের মাঝে এক নতুন জুটিকে আবিষ্কার করে ফেললেন রাণা সরকার। তাঁদের ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিলেন। এই জুটি কিন্তু নেহাত আনকোরা নন। তাঁদের দর্শক নিজ নিজ ক্ষেত্রে দেখেছেন টেলিভিশনের পর্দায়। দারুণ জনপ্রিয়তাও অর্জন করেছেন তাঁরা। কথা হচ্ছে দিব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিককে নিয়ে। 

 

আরও পড়ুন: প্রথমবার জুটিতে ঋদ্ধি-অঙ্গনা, সম্পর্কের টানাপোড়েনের জটিল সমীকরণ কীভাবে মেলাবেন দু'জনে?

 

ওই পার্টি থেকে সমাজমাধ্যমে তাঁদের দু'জনের ছবি ভাগ করে রাণা সরকার লেখেন, 'ফিউচার হোপ'। অর্থাৎ 'ভবিষ্যতের আশা'। এই ছবি আর সঙ্গে ক্যাপশন নজর এড়ায়নি নেটিজেনদের। এর থেকেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন তাঁরা। তবে কি এবার পর্দায় জুটি বাঁধছেন দিব্যজ্যোতি ও অঙ্কিতা? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই তারকার অনুরাগীদের মনে। যদিও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লহ গৌরাঙ্গ' ছবিতে 'গৌর'-এর ভূমিকায় অভিনয় করেছেন দিব্যজ্যোতি। কিন্তু অঙ্কিতার এখনও পর্যন্ত বড়পর্দায় অভিষেক হয়নি। তিনি ছোটপর্দার 'জগদ্ধাত্রী' হিসেবেই পরিচিত। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rana Sarkar (@ranassocial)