আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরে জশপ্রীত বুমরাহ বেছে বেছে টেস্ট খেলেছেন। সিরিজের পাঁচটা টেস্টের মধ্যে মাত্র তিনটিতে খেলেন তিনি। মহম্মদ সিরাজের মতো বোলার দলে থাকলেও ভারতের বোলিং অনভিজ্ঞই ছিল। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ করে ফেরার পরে মহম্মদ সামি সম্পর্কে জানা গেল তিনি ইংল্যান্ডে টেস্ট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না। 

একটি দৈনিকে এক বোর্ড অফিসিয়াল জানান, ফর্মের জন্য সামিকে বাদ দেওয়া হয়নি। ফিটনেস জনিত কারণেই ইংল্যান্ডে পাঠানো হয়নি তাঁকে। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফিতে দেখা যায়নি সামিকে। পুরোদস্তুর ফিট না থাকায় তিনি দলের সঙ্গে যাননি স্যর ডনের দেশে।  ইংল্যান্ডে সামিকে দরকার ছিল ভারতের। দল নির্বাচনের আগে নির্বাচকরা কথা বলেছিলেন বঙ্গপেসারের সঙ্গে। কিন্তু তাঁকে আত্মবিশ্বাসী মনে হয়নি। আশ্বস্ত করতে পারেননি সামি। 

আরও পড়ুন:  এবার বিশ্বকাপ জিতে দেখাব, হুঙ্কার হরমনপ্রীতের

তাছাড়া বয়স সামির অনুকুলে নেই। তাই তাঁর পরিবর্তে এমন কাউকে সুযোগ দেওয়া হোক যার মধ্যে এখনও সাত-আট বছরের ক্রিকেট অবশিষ্ট রয়েছে। 

মহম্মদ শামিকে দলে রেখেই আগামী ঘরোয়া মরশুমের জন্য ৫০ জনের প্রাথমিক দল গড়েছে বাংলা। ভারতীয় দলে থাকা অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ, মুকেশ কুমারের পাশাপাশি জায়গা পেয়েছেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলে থাকা তরুণ পেসার যুধাজিৎ গুহ।

 সব ঠিকঠাক থাকে তাহলে দলীপ ট্রফিতে সামিকে দেখা যাবে খেলতে। দলীপ ট্রফি শুরু হচ্ছে ২৮ আগস্ট। সেই টুর্নামেন্টে সামি হয়তো নিজেকে নিংড়ে দেবেন। নিজের সেরাটা বের করে দেবেন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সবাই কিন্তু এই তারকা পেসারকে জাতীয় দলের হয়ে দেখতে চান। দিন গুনছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। 

মহম্মদ সামিকে শেষবার আইপিএল খেলতে দেখা গিয়েছে সানরাইজার্স হায়দাবাদের হয়ে। মেগা টুর্নামেন্টে বঙ্গপেসার ৯টি ম্যাচে ৬ টি উইকেট নেন। এদিকে হায়দরাবাদের নতুন বোলিং কোচ হয়েছেন বরুণ অ্যারন। 
বরুণ অ্যারন হায়দরাবাদের কোচ হতেই ইঙ্গিত মিলেছে নতুন মরশুমে সামিকে হায়দরাবাদের জার্সিতে আর নাও দেখা যেতে পারে। 

বরুণ অ্যারন এর আগে সামি ও ঈশান কিষানের সঙ্গে খেলেছেন। টিমমেট ছিলেন। সেই বরুণ অ্যারন বোলিং কোচ হয়ে আসার পরে সামির জায়গাই টলমলে হায়দরাবাদে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে চোট সমস্যার জন্য খেলতে পারেননি সামি। ইংল্যান্ড সিরিজে তাঁকে রাখাই হয়নি

সামি বা ঈশান, দু'জনের কেউই গত আইপিএলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সামিকে ১০ কোটি টাকায় কেনা হয়েছিল। এত অর্থ তাঁর পিছনে ব্যয় করা হলেও পারফরম্যান্স নেই সামির। নতুন মরশুমে আদৌ কি তাঁকে হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে? সামিকে নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:  এক হাতে ভদকার ক্যান, অন্য হাতে কোকাবুরা বল, ভাইরাল হলেন এই দর্শক