আজকাল ওয়েবডেস্ক: সবাইকে ছাপিয়ে এগিয়ে গেলেন শুভমন গিল। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে রানের দিক থেকে আগেই সবাইকে পেছনে ফেলে দেন তরুণ ভারত অধিনায়ক। এবার মাঠের বাইরেও একনম্বর। ভারত-ইংল্যান্ড সিরিজে দুই দলের ব্যবহৃত জার্সি, টুপি ইত্যাদির নিলাম হয়। 'রেড ফর রুথ' নামে একটি বিশেষ নিলামের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন মেমোরাবিলিয়া রাখা হয়। শুভমন গিলের জার্সি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। নিলামে ভারতীয় মুদ্রায় ৫.৪১ লক্ষ দর ওঠে। যা সবচেয়ে বেশি। এরপর রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরার জার্সির দর ওঠে। দু'জনের জার্সি ৪.৯৪ লক্ষ টাকায় বিক্রি হয়। তৃতীয় স্থানে কেএল রাহুল। তাঁর জার্সি বিক্রি হয় ৪.৭০ লক্ষতে। চার নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর জার্সি চার লক্ষতে বিক্রি হয়েছে। আশ্চর্যের বিষয় হল, ইংল্যান্ডের তারকাদের জার্সি এই মূল্যে বিক্রি হয়নি। নিলামে সবচেয়ে বেশি দর ওঠে জো রুটের জার্সির। যা ৪.৪৭ লক্ষ। ভারতীয়দের থেকে অনেকটাই কম। বেন স্টোকসের জার্সির দর ৪ লক্ষ টাকা ওঠে। অর্থাৎ, সিরিজ ড্র হলেও, সবদিক থেকে ব্রিটিশদের ছাপিয়ে গিয়েছে ভারতীয়রা।
প্রসঙ্গত, আগের দিনই শুভমন গিলের ভূয়সী প্রশংসা করেন পার্থিব প্যাটেল। এই সিরিজের আগে এশিয়ার বাইরে সাধারণত হিমশিম খেতে দেখা যেত গিলকে। ৪০ রানের বেশি করতে পারেননি। ২০২১ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রান করেন। তার আগে একাধিকবার শুরুটা ভাল করেও বড় রান করতে পারেননি। কিন্তু এবার সম্পূর্ণ বিপরীত। ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী গিল। তাঁর এই পরিবর্তনের প্রশংসায় ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। পার্থিব বলেন, 'চারটে শতরান। গড় ৭৫.৪০। ৭৫০ রানের বেশি। সবকটাই বিভিন্ন কন্ডিশনে। আগে ও ব্যাট করতে নামলে প্রশ্ন উঠত। ও কি সেনা দেশগুলোতে পারফর্ম করতে পারবে? ধারাবাহিকতা দেখাতে পারবে? কিন্তু দেখুন কেমন জবাব দিয়েছে। হেডিংলিতে প্রথম ইনিংসে ১৪৭ রান। সবাই বলেছিল, দ্বিতীয় ইনিংসে নিজের উইকেট ছুড়ে দিয়েছে। তারপর এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে আবার ১৬১। তৃতীয় টেস্টে দুই ইনিংসেই তাড়াতাড়ি আউট হয়। আবার ওর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আগের টেস্টগুলোতে ৪৩০ রান করা সত্ত্বেও। তারপর ম্যাঞ্চেস্টারে আবার শতরান। যেখানে ভারতকে ড্র করতেই হত। যখনই চ্যালেঞ্জ এসেছে, যখনই প্রশ্ন উঠেছে, ওর ব্যাট জবাব দিয়েছে। অনবদ্য পারফরম্যান্স।' এবার মাঠের বাইরেও গিলের জনপ্রিয়তা প্রমাণিত হল।
