আজকাল ওয়েবডেস্ক: একটি আপত্তিকর ঘটনায় একজন মডেল ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর গুরগাঁওতে ক্যাবের জন্য অপেক্ষার সময় প্রকাশ্যে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। গত শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে জয়পুর থেকে ফেরার পথে রাজীব চকে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন সনি সিং। এই সময় এক অপরিচিত ব্যক্তি তার দিকে অশালীন ভাবে এগিয়ে আসে এবং তার দিকে পুরুষাঙ্গ উঁচিয়ে যৌন আচরণ করে। ঘটনাটি নিজের মোবাইল ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সনি।  

 

কী ঘটেছিল?

 

সনি সিং জানান, তিনি রাজীব চকে ক্যাব বুক করেছিলেন। অপেক্ষার সময় এক ব্যক্তি বারবার তার দিকে তাকাচ্ছিল এবং চারপাশে ঘুরছিল। পরে তিনি লক্ষ্য করেন যে ওই ব্যক্তির প্যান্টের জিপার খোলা এবং সে প্রকাশ্যে তার দিকে তাকিয়েই অশালীন কার্যকলাপে লিপ্ত। সনি বলেন, "সে সম্পূর্ণ সচেতনভাবে এই কাজ করছিল। আমাকে অস্বস্তি ও বিতৃষ্ণা লাগছিল। আমি ক্যাব ড্রাইভারকে ফোন করি, কিন্তু কোনো সাড়া পাইনি। শেষে আরেকটি ক্যাব বুক করে সেখান থেকে পালাই।"  

 

বাড়ি ফিরে তিনি ওই ব্যক্তির ছবি ও ঘটনার বিবরণ ইনস্টাগ্রাম ও এক্স (টুইটার)-এ পোস্ট করেন। তিনি লিখেন, "আমি বমি বমি ভাব, অসহায়ত্ব এবং অনিরাপদ বোধ করছি। দিনের আলোয়ও কেন নারীরা প্রকাশ্যে নিরাপদ নয়? এমন বিকৃত মানসিকতার লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।" 

 

পুলিশ ও হেল্পলাইনে কোনও সাড়া নেই

 

সনি অভিযোগ করেন, তিনি প্রথমে পুলিশ ও মহিলা হেল্পলাইনে ফোন করেন, কিন্তু কোনো সাহায্য পাননি। পরে তাকে থানায় এসে এফআইআর করতে বলা হয়। ঘটনার দুই দিন পর (৪ আগস্ট) তিনি একটি ভিডিও পোস্ট করে ওই ব্যক্তিকে চিহ্নিত করতে সহযোগিতা চান। পাশাপাশি, ক্যাব ড্রাইভার ও অ্যাপের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তিনি।  

 

পুলিশের পদক্ষেপ

 

ভিডিও ভাইরাল হওয়ার পর ৬ আগস্ট গুরগাঁও পুলিশ ঘটনাটিতে এফআইআর নথিভুক্ত করে। পুলিশ প্রধান সন্দীপ জানান, "আমরা অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।"

 

 

কে এই সনি সিং?

 

সনি সিং একজন জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, যিনি বিউটি, স্কিনকেয়ার ও ফ্যাশন নিয়ে কাজ করেন। তার ইনস্টাগ্রামে প্রায় ৪০,০০০ ফলোয়ার রয়েছে।  

 

নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

 

এই ঘটনায় ফের একবার নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন দিনদুপুরেও প্রকাশ্যে এমন ঘটনা ঘটে? প্রশাসন কীভাবে নাগরিকদের, বিশেষত নারীদের সুরক্ষা দেবে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্রুত পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন নাগরিক সমাজের সদস্যরা।