আজকাল ওয়েবডেস্ক: আপনি কি মাত্র ১১,০০০ টাকা মাসিক SIP করে ৯ কোটি টাকা রিটায়ারমেন্ট ফান্ড গড়ে তুলতে পারেন? উত্তর হল অবশ্যই পারেন। মিউচুয়াল ফান্ডে Systematic Investment Plan-এর মাধ্যমে ছোট ছোট নিয়মিত বিনিয়োগ সময়ের সঙ্গে বিশাল সম্পদে পরিণত হতে পারে। সময়মতো শুরু করা, ধারাবাহিকভাবে বিনিয়োগ চালিয়ে যাওয়া এবং টাকাকে দীর্ঘ সময় ধরে বেড়ে উঠতে দেওয়াই আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি। দেখে নিন কিভাবে SIP আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। ১০, ২০, ৩০ এবং ৩৮ বছরের সম্ভাব্য রিটার্ন বিশ্লেষণ করে বোঝানো হল কেন "ডিসিপ্লিন", অর্থাৎ নিয়মিত বিনিয়োগই আসল সাফল্যের মন্ত্র, বাজারের সময় নির্ধারণ নয়।


মাত্র ১১,০০০ টাকা মাসে SIP করেও ৯ কোটি টাকার বিপুল সম্পদ গড়ে তোলা সম্ভব। আর এর পেছনে শক্তি হল কম্পাউন্ডিং এর জাদু, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর্থিক শৃঙ্খলা। 

আরও পড়ুন: সূর্য অস্ত গেলেই ফিরতে হবে বাড়ি, ভারতের কোন রাজ্যে রয়েছে এই নিয়ম


SIP কীভাবে কাজ করে?
SIP বা Systematic Investment Plan এমন একটি পদ্ধতি যেখানে বিনিয়োগকারী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। এটি স্বয়ংক্রিয়, বিনিয়োগে নিয়মিততা আনে এবং সময়ের সঙ্গে সঙ্গে আয়কে কম্পাউন্ড করে।


কম বয়সে SIP শুরু করার উপকারিতা
বেশি আগে শুরু মানেই বিনিয়োগের জন্য বেশি বছর পাওয়া। আর তার মানে, একই টাকা থেকে অনেক বেশি সম্পদ গড়ে তোলার সুযোগ। আপনার ২০-এর দশকে SIP শুরু করলে আপনি কম বিনিয়োগ করেও বিশাল রিটার্ন পেতে পারেন।


SIP রিটার্ন (১২% বার্ষিক রিটার্ন ধরলে):
১০ বছরে মোট বিনিয়োগ হবে ১৩.২ লাখ। সম্ভাব্য রিটার্ন ২৪.৬ লাখ। লাভ ১১.৪ লাখ (প্রায় দ্বিগুণ)।
২০ বছর মোট বিনিয়োগ হবে ২৬.৪ লাখ। সম্ভাব্য রিটার্ন হবে ১.০১ কোটি। লাভ হবে ৮৮ লাখ। 
৩০ বছর মোট বিনিয়োগ হবে ৩৯.৬ লাখ। সম্ভাব্য রিটার্ন হবে ৩.৩৮ কোটি। কম্পাউন্ডিংয়ের অবদান হবে ২.৯৮ কোটি।
৩৮ বছরে মোট বিনিয়োগ হবে ৫০.১৬ লাখ। সম্ভাব্য রিটার্ন হবে ৮.৫৬ কোটি। কম্পাউন্ডিংয়ের অবদান হবে ৮.০৬ কোটি। 


SIP থামাবেন না বা স্কিপ করবেন না। সময়ের সঙ্গে ফান্ডের পারফর্ম্যান্স রিভিউ করুন, কিন্তু তাড়াহুড়া করে পরিবর্তন আনবেন না। বাজারের ওঠানামা নিয়ে চিন্তা না করে, দীর্ঘমেয়াদে লক্ষ্য স্থির রাখুন। কম্পাউন্ডিংয়ের প্রকৃত জাদু দেখা যায় শেষের কয়েক বছরে। সেখানে ধৈর্য ধরে থাকুন। 
সফল বিনিয়োগ মানে বাজারের টাইমিং নয়, বরং সময়ে থাকা। মাত্র ১১,০০০ মাসে বিনিয়োগ করেও ধৈর্য ও নিয়মের মাধ্যমে আপনি ৯ কোটি রিটায়ারমেন্ট ফান্ড গড়ে তুলতে পারেন। শুরু করুন আজই। সময়ই সবচেয়ে বড় সম্পদ।


এসআইপি (SIP) হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটি পদ্ধতি। এখানে, একজন বিনিয়োগকারী একটি নির্দিষ্ট সময় অন্তর (যেমন মাসিক) একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অল্প অল্প করে বিনিয়োগ করার একটি সুশৃঙ্খল উপায়, যা দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে।