আজকাল ওয়েবডেস্ক: ওভাল টেস্ট জিতে অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। শেষ টেস্টের পঞ্চম দিন অবিশ্বাস্য জয় তুলে নেয়। বিরাট কোহলি-রোহিত শর্মা ছাড়া বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ। নতুন অধিনায়ক শুভমন গিলের অধীনে তরুণ ব্রিগেডের অ্যাসিড টেস্ট ছিল। তাতে স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয় গৌতম গম্ভীরের দল। কিন্তু ঐতিহাসিক টেস্ট সিরিজ ড্রয়ের কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। নেই কোনও উদযাপনও। মঙ্গলবার সকালে দেশে ফেরার বিমানে চাপেন ভারতীয় ক্রিকেটাররা। তার আগেও কোনও সেলিব্রেশন নেই। ওভাল টেস্টের রুদ্ধশ্বাস সমাপ্তির ২৪ ঘণ্টা কাটার আগেই টেস্টের নায়ক মহম্মদ সিরাজ সহ আরও অনেকেই এমিরেটস বিমানে চাপেন। মঙ্গলবার বিকেলে দুবাইয়ে নামবে ভারতীয় দল। সেখান থেকে নিজেদের বাড়ির উদ্দেশে পাড়ি দেবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
দুবাই থেকে সরাসরি হায়দরাবাদ যাবেন সিরাজ। ফিরছেন অর্শদীপ সিং এবং শার্দূল ঠাকুরও। অনেকেই আবার ছুটি কাটাতে লন্ডনে থেকে যাচ্ছে। ম্যাচ শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যে লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিংকে। পীযূষ চাওলার সঙ্গে ঘুরতে দেখা যায় কুলদীপ যাদবকে। ম্যাচ চলাকালীন যশপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া হয়। তিনি আগেই দেশে ফিরে এসেছেন। কিন্তু সচরাচর বিদেশের মাটিতে উল্লেখযোগ্য সাফল্যের পর সেলিব্রেশন নতুন নয়। আগেও বহুবার হয়েছে। এবার ব্যতিক্রম কেন? বোর্ডের এক মুখপাত্র বলেন, 'আগের দিন রাতে কোনও সেলিব্রেশন হয়নি। লম্বা এবং কঠিন সিরিজ ছিল। প্লেয়াররা নিজেদের মতো বা পরিবারের সঙ্গে সময় কাটায়। অধিকাংশ ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছে। অনেকে অন্যত্র যাবে।' ইংল্যান্ডের মাটিতে অনভিজ্ঞ তরুণ ব্রিগেড নিয়ে সিরিজ ড্র বড় সাফল্য। দুই মহাতারকাকে ছাড়া এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তরুণ ভারতীয় দল। ভারতের পরের বড় টুর্নামেন্ট এশিয়া কাপ। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা। এশিয়া কাপে দু'বার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। একবার গ্রপ পর্বে, একবার নকআউটে। তবে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
ওভালে গিলদের জয়ের পর উচ্ছ্বসিত সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীরা। এই জয়কে ২০২১ সালের গাব্বা জয়ের থেকেও এগিয়ে রাখেন সানি। ভূয়সী প্রশংসা করেন তরুণ অধিনায়কের। গাভাসকর বলেন, 'গিল দেখিয়ে দিয়েছে। সিরিজের শুরুতে মারাত্মক চাপ ছিল ওর ওপর। কিন্তু দল পরিচালনার পাশাপাশি যেভাবে ব্যাট করেছে, প্রশংসা করতেই হবে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নিজেকে প্রমাণ করেছে। এত রান করেছে। রানের খিদে যেন মিটছিল না। শতরানের পর দ্বিশতরান। আরও রান করতে চাইছিল। নিজে ভাল ব্যাট করায় তার ছাপ নেতৃত্ব পড়েছে। ওভালে পঞ্চম দিন এমন কঠিন পরিস্থিতিতে দারুণ ফিল্ড সাজায় গিল।' ভারতের টেস্ট ইতিহাসে অন্যতম সফল কোচ রবি শাস্ত্রী। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতের টেস্টের মানচিত্র বদলে দেন। গিলদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দারুণ খুশি তিনিও।
