আজকাল ওয়েবডেস্ক: নিরাপদ ও স্থির বিনিয়োগ চাই? এক বছরের ফিক্সড ডিপোজিট (FD) হতে পারে সেরা পছন্দ। যদি আপনি নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে আপনার টাকা বাড়াতে চান, তাহলে ফিক্সড ডিপোজিট (FD) এখন অন্যতম জনপ্রিয় পছন্দ। এতে নিশ্চিত রিটার্ন, কম ঝুঁকি, এবং নমনীয় মেয়াদ পাওয়া যায়। এর মধ্যে এক বছরের FD বিশেষভাবে জনপ্রিয়, কারণ এতে ভাল রিটার্ন পাওয়া যায় এবং দীর্ঘ সময়ের জন্য টাকা আটকে রাখতে হয় না।

আরও পড়ুন: প্যান কার্ডে নতুন ফিচার, কোন নতুন সুবিধা থাকবে এবার


সব FD এক নয়
অনেকেই একটি বিষয় খেয়াল করেন না — সব ব্যাঙ্ক একই হারে সুদ দেয় না। সঠিক ব্যাঙ্ক বেছে নেওয়া আপনার চূড়ান্ত রিটার্নে বড় পার্থক্য আনতে পারে।


প্রাইভেট ব্যাঙ্কগুলোর হারে কী চলছে?
IndusInd Bank: ৭.০০%
১ লাখ বিনিয়োগ করলে এক বছরে ১.০৭ লাখ হবে।
Axis Bank, HDFC Bank, Kotak Mahindra Bank: ৬.৬০%
১ লাখ বিনিয়োগে প্রায় ১.০৭ লাখ রিটার্ন পাওয়া যাবে।
ICICI Bank: ৬.২৫%
১ লাখ জমা রাখলে বছর শেষে ১.০৬ লাখ ফেরত পাওয়া যাবে।


পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর অবস্থা কেমন?
Punjab National Bank (PNB): ৬.৮০%
১ লাখ রাখলে এক বছরে ১.০৭ লাখ পাওয়া যাবে।
Bank of Baroda, Canara Bank, Union Bank of India: ৬.৬০%
রিটার্ন প্রায় ১.০৭ লাখ হবে ₹১ লাখের বিনিয়োগে।
State Bank of India (SBI): ৬.৪৫%
ভারতের সবচেয়ে বড় পাবলিক ব্যাঙ্কটি ১ লাখে ১.০৬ লাখ রিটার্ন দিচ্ছে।


আপনার ডিপোজিট কতটা নিরাপদ?
FD-তে রাখা টাকাগুলি Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC)-এর অধীনে সুরক্ষিত, যা RBI-এর একটি শাখা। এটি প্রতি অ্যাকাউন্টধারী প্রতি ব্যাঙ্কে সর্বোচ্চ ৫ লাখ পর্যন্ত নিশ্চয়তা দেয়। যদি আপনি এক বছরের জন্য FD করতে চান, তাহলে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে তারপর সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সুদের হারে সামান্য পার্থক্যও বড় অঙ্কের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলতে পারে।


প্রসঙ্গত, গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি দেশের এই শীর্ষস্থানীয় ব্যাঙ্কটির তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। স্থায়ী আমানতের ক্ষেত্রে 0.2 শতাংশ সুদের হার কমানোর ঘোষণা করেছে এসবিআই। ইতিমধ্যেই 16 মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে। সাধরণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও এই সুদের হার কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) –এর তরফে সকল মেয়াদের জন্যই ব্যাঙ্কটির ফিক্সড ডিপোজিট (FD) –এর সুদের হার 20 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, প্রায় এক মাসের সময়ের ব্যবধানেই দ্বিতীয়বার সুদের হার হ্রাসের ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এর আগে এপ্রিল মাসের 15 তারিখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে সুদের হার হ্রাসের ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর পক্ষ থেকে এটির সাম্প্রতিক মনিটারি পলিসি মিটিং (MPC) –এ রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটির পক্ষ থেকে রেপো রেট হ্রাসের পদক্ষেপ গৃহীত হওয়ার পরেই এই ঘোষণা করেছে এসবিআই। এসবিআই –এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের পক্ষ থেকে একইভাবে তাদের FD রেট কমানোর ঘোষণা করা হয়েছে।


সাধারণ নাগরিকদের জন্য SBI, 3 কোটি টাকার কমে বার্ষিক 3.30 শতাংশ থেকে 6.70 শতাংশ ফিক্সড ডিপোজিট সুদের হার অফার করছে। 7 থেকে 45 দিনের মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার 3.30 শতাংশ। 46 থেকে 179 দিনের মেয়াদে সুদের হার 5.30 শতাংশ। 211 দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সুদের হার ধার্য করা হয়েছে 6.30 শতাংশ। এক বছর থেকে 2 বছরের কম সময়ের জন্য ধার্য করা সুদের হার 6.50 শতাংশ। 5 থেকে 10 বছরের মেয়াদে প্রযোজ্য সুদের হার 6.30 শতাংশ। এসবিআই বর্তমানে স্পেশাল ডিপোজিট স্কিমগুলি বাদ দিয়ে সাধারণ জনগনের জন্য 3.30 শতাংশ থেকে 6.70 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য 3.80 শতাংশ থেকে 7.30 শতাংশের মধ্যে এফডি সুদের হার অফার করছে।