আজকাল ওয়েবডেস্ক: একাধিক উদাহরণ সামনে এনে সাম্প্রতিক সময়ে একটা প্রশ্ন খুব ঘুরছিল, কেন বিদেশী নারীদের পছন্দের তালিকায় বারে বারে ভারতীয় পুরুষরা? এক বিদেশিনী সোশ্যাল মিডিয়ায় যা উত্তর দিয়েছেন, তাতে এক প্রকার হাঁ হয়ে গেল নেটপাড়া। যুবতী শুধু মুখের কথায় বললেন তা নয়, উত্তর দিয়েছেন ভিডিও ফুটেজে। সেই ফুটেজে নিজেদের মতামত জানাচ্ছেন অনেকেই। 

গোটা ঘটনাটি আবর্তিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। ksyu.chawra নামের একটি সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তাতে ওই যুবতী ভিডিওতে লিখেছেন তিনটি কারণ, যে তিনটি কারণের জন্য তিনি পছন্দ করেন ভারতীয় পুরুষদের। একগুচ্ছ ফুটেজ দেখিয়ে তিনি লিখেছেন কারণগুলি।

একটিতে দেখা গিয়েছে তাঁদের বিয়ের ছবি। তারপরেই দেখা যাচ্ছে ওই যুবক, অর্থাৎ যুবতীর স্বামী রান্না করছেন। যুবতী লিখেছেন প্রথম কারণ, তিনি ভাল রান্না করতে পারেন।

দ্বিতীয় ফুটেজ হিসেবে দেখা গিয়েছে, একটি ফুটফুটে বাচ্চা খেলা করছে। তার উপরে লেখা, সে সুন্দর বাচ্চার জন্ম দিয়েছে।

তিন নম্বর ফুটেজে দেখা গিয়েছে, একজন যত্ন নিচ্ছেন যুবতীর। তাতে লেখা, ‘ও সবসময় আমার যত্ন নেয়, খেয়াল রাখে।‘

তিনি গোটা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘দুনিয়ার সেরা স্বামী’। 

আরও পড়ুন: ‘ও আমাকে ধর্ষণ করে হুমকি দিয়েছিল…’, মেয়ে মায়ের কেচ্ছা জেনে ফেলতেই স্বামীকে মেরে প্রেমিককে ফাঁসিয়ে দিল গৃহবধূ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তঃসাংস্কৃতিক বিয়ের গল্পগুলি প্রায়শই দর্শকদের মনে দাগ কেটে যায় কারণ এই সম্পর্কগুলি সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে ভালোবাসা এবং বোঝাপড়া প্রদর্শনের সম্ভাবনা রাখে। এই সম্পর্কগুলি বিশেষভাবে মানুষের নজর কাড়ে, তার কারণ বেশিরভাগ সময়েই তাঁদের একত্র যাপন বৈচিত্র্যের সৌন্দর্য এবং সাংস্কৃতিক ব্যবধান পূরণ করার ক্ষমতা তুলে ধরে। এর মধ্যে, একজন রাশিয়ান মহিলার ভিডিও সম্প্রতি অনলাইনে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে যখন তিনি একজন ভারতীয় পুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার তিনটি গুরুত্বপূর্ণ কারণ শেয়ার করেছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kseniia Chawra (@ksyu.chawra)