বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আগস্ট মাসে একাধিক গ্রহ ঘর পরিবর্তনের করবে। আগস্টের প্রথম সপ্তাহে একাধিক গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে। যার ফলে পাঁচটি রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আগস্ট মাসে একাধিক গ্রহ ঘর পরিবর্তনের করবে। আগস্টের প্রথম সপ্তাহে একাধিক গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে। যার ফলে পাঁচটি রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

আজ ৪ অগস্ট থেকে আগস্ট মাসের নতুন সপ্তাহ শুরু হচ্ছে। এই সপ্তাহে কর্কট রাশিতে মিলিত হবে সূর্য ও বুধ। এই দুই গ্রহের মিলনে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত রাজযোগের বর্ণনা পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল বুধাদিত্য রাজযোগ। যা অত্যন্ত শক্তিশালী ও শুভ ফলদায়ী। ৪ অগস্ট থেকে ১০ অগস্টের মধ্যে বুধাদিত্য রাজযোগের প্রভাবে পাঁচ রাশির বড়সড় বদল আসতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

বৃষঃ আজ থেকে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। বুধাদিত্য যোগের প্রভাবে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। 

আরও পড়ুনঃ বৃহস্পতি-শুক্রের মহামিলনে ম্যাজিকের মতো বদলাবে ভাগ্য, চার রাশির জীবনে টাকার বৃষ্টি, কেরিয়ারে উপচে পড়বে উন্নতি

মিথুনঃ সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য যোগ মিথুন রাশির আত্মবিশ্বাস বাড়াবে। যে কোনও কাজে ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। শরীর-স্বাস্থ্য আগের থেকে ভাল হবে। সমাজে মান-সম্মান বাড়বে। 

সিংহঃ  আগস্ট মাসের প্রথম সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা সুখ্যাতি অর্জন করতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 

তুলাঃ  বুধাদিত্য রাজযোগে তুলা রাশির জীবনে বদল আসতে চলেছে। আগামী কয়েক দিন অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অর্থ উপার্জন একাধিক রাস্তা পাকা হবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।

ধনুঃ বুধ-সূর্যের মিলনে ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হবে। শিক্ষা কিংবা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। বুধাদিত্য যোগ ও সিদ্ধ যোগের প্রভাবে আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে।